Vivo

Papiya Paul

Vivo: দুর্দান্ত স্টোরেজ অপশন, সঙ্গে জবরদস্ত ফিচার্স, লিক হল Vivo X Fold 3 Pro-র রিলিজ ডেট!

নিউজশর্ট ডেস্কঃ মার্চ মাসে ভিভো স্মার্টফোন চিনে ফোল্ডেবল Vivo X Fold 3 এবং Vivo X Fold 3 Pro লঞ্চ করেছে। আর এবার লিক হয়ে গিয়েছে, এই সিরিজের নতুন প্রো মডেল। ভারতের ব্যুরো ইন্ডিয়া ওয়েবসাইটে এই ফোনটি আগে দেখা গিয়েছিল। আজকের এই প্রতিবেদনেই ফোনটি সম্পর্কে স্পেসিফিকেশন এবং কবে লঞ্চ হতে পারে সে সম্পর্কে আপনাদেরকে জানাবো।

Vivo X Fold 3 Pro এর লঞ্চের সময়সূচি:
   

টিপস্টার পারস গুগলানি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এই স্মার্টফোনের লঞ্চ টাইমলাইন শেয়ার করেছে। সেখানে ২০২৪ সালের জুন মাসে ভারতে এই ফোন লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। চিনে এই ফোনটি যে সমস্ত স্পেসিফিকেশন সহ লঞ্চ হয়েছিল। ভারতেও একই ফিচার ও স্পেসিফিকেশন সহ লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। চিনে এই ফোনটি দুটো স্টোরেজ অপশন সহ লঞ্চ হয়েছে। চিনে এই ফোনের দাম যা রাখা হয়েছে ভারতে তার থেকে কিছুটা কম দামে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Zomato: আর শুধু সুস্বাদু খাবার ডেলিভারি নয়, এবার আবহাওয়ার আপডেট দেবে Zomato!

Vivo X Fold 3 Pro এর স্পেসিফিকেশন (চীনের ক্ষেত্রে):
  • ডিসপ্লে: Vivo X Fold 3 Pro ফোনে 2480×2200 পিক্সেল রেজোলিউশন সহ 8.03 ইঞ্চির ইনার ফোল্ডিং স্ক্রিন এবং 6.53 ইঞ্চির আউটার ডিসপ্লে আছে। এই ফোনে এমোলেড LTPO, 120Hz রিফ্রেশ রেট , 4,500নিটস ব্রাইটনেস, ডালবি এবং HDR10+ ফিচার সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট দেওয়া হয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য অ্যাড্রিনো জিপিউ রয়েছে।
  • স্টোরেজ: এই দুর্দান্ত স্মার্টফোনে 16GB পর্যন্ত LPDDR5X RAM +1TB পর্যন্ত UFS4.0 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: এই ফোনে OIS সহ 50MP আলট্রা সেন্সিং প্রাইমারি ক্যামেরা, 64MP 3x টেলিফটো লেন্স এবং রেয়ার প্যানেলে 50MP আলট্রা ওয়াইড লেন্স দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: এই ফোনে 100W ফ্ল্যাশ চার্জিং, 50W ওয়্যারলেস ফ্ল্যাশ চার্জিং এবং 5,700mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • দাম: চিনে এই ফোনের 16GB RAM + 512GB স্টোরেজ অপশনের দাম CNY 9,999 অর্থাৎ প্রায় 1,17,001 টাকা রাখা হয়েছে। আর এই ফোনের 16GB RAM + 1TB স্টোরেজের দাম CNY 10,999 অর্থাৎ প্রায় 1,26,941 টাকা রাখা হয়েছে।