Vi

Papiya Paul

Vi: পাত্তা পাবে না Jio, মাত্র ১ টাকার রিচার্জ প্ল্যান এনে চমকে দিল Vodafone-Idea! কি কি সুবিধা রয়েছে জানেন?

নিউজশর্ট ডেস্কঃ গ্রাহকদের আকৃষ্ট করার জন্য ভোডাফোন আইডিয়া, জিও, এয়ারটেল সমস্ত টেলিকম কোম্পানিগুলোর তরফ থেকেই নিত্যনতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসা হয়। এর পাশাপাশি বিভিন্ন রকমের অফারও দেওয়া হয়। আজকের এই প্রতিবেদনে ভোডাফোন-আইডিআর(VI) একটি নতুন রিচার্জ প্ল্যান সম্পর্কে আপনাদের তথ্য শেয়ার করবো।

   

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর হিসেবে সম্প্রতি এই সংস্থার তরফ থেকে এক টাকার একটি নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে আসা হয়েছে। আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন, তবে সত্যিই কোম্পানির তরফ থেকে একটি জবরদস্ত সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে আসা হয়েছে। এই প্ল্যানে ব্যবহারকারীদের একদিনের জন্য কল করার অফার দেওয়া হচ্ছে।

এর পাশাপাশি অন্য কোন সুবিধা নেই। অর্থাৎ এর মাধ্যমে ব্যবহারকারীরা খুব কম খরচে অন্যান্য গ্রাহকদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। এই প্ল্যান কিনলে আপনি ৭৫ পয়সা টকটাইম দিতে পারেন। তবে এর সঙ্গে ডাটা কিংবা এসএমএসের কোন সুবিধা দেওয়া হবে না। এই রিচার্জ প্ল্যানটিতে মাত্র ৭৫ পয়সার কলিং টকটাইম থাকবে।

Vodafone Idea

আরও পড়ুন: Ration Card: আর ৫ কেজি নয়, এবার রেশনে মিলবে ১০ কেজি খাদ্যসামগ্রী! সঙ্গে অ্যাকাউন্টে ঢুকবে টাকাও

এক্ষেত্রে যারা বেসিক রিচার্জ করে থাকেন। তারা এটি ব্যবহার করতে পারবেন। এই বেসিক রিচার্জটি হলো ৯৯ টাকা, ১৯৮ টাকা কিংবা ২০৪ টাকা। অর্থাৎ আপনার টকটাইম শেষ হয়ে গেলে আপনি এই রিচার্জ প্ল্যানটি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যদি সঠিকভাবে ভাবা যায় এই প্ল্যান ব্যবহারকারীদের শুধুমাত্র মিসড কল দেওয়ার সুবিধা দিচ্ছে। এছাড়া এই প্ল্যানে আর কোন সুবিধা সেভাবে থাকছে না।