ভাইরাল ভিডিও,সোশ্যাল মিডিয়া,দক্ষিণ আফ্রিকা,জোহানেসবার্গ,হাতি,Viral Video,Social Media,South Africa,Johannesburg,Elephant

Moumita

ক্ষুধার্ত-তৃষ্ণার্ত হাতি শিশুর প্রাণ বাঁচালো ট্রাক ড্রাইভার, ভিডিও ভাইরাল হতেই মানবতার জয়জয়কার

হাতি এবং মানুষের সংঘাত নতুন কিছু নয়। খাবারের সন্ধানে মাঝে মধ্যেই লোকালয়ে ঢুকে পড়ে গজরাজ। কখনও একাকী, আবার কখনও বা দল বেঁধে। বেশ ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। তবে একথাও মানতে হবে যে, হাতি কিন্তু সত্যিই মায়ার সৃষ্টি করে। তাদের নিষ্পাপ চোখ এবং মায়া ভরা চাউনি আমাদের হৃদয় গলতে বাধ্য করে।

   

যাইহোক, সম্প্রতি এমনই একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আসলে এইসব শিশু হাতি অনেক সময়ই জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে। এমতাবস্থায়, তাদের কেউ কেউ ততক্ষণ ক্ষুধা তৃষ্ণা সহ্য করতে পারে যতক্ষণ না কোনো সহৃদয় ব্যক্তি এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। আবার কেউ কেউ প্রকৃতির কাছে হেরে যায়।

যাইহোক আমরা কেউই এমন দুঃখজনক সমাপ্তি শুনতে চাই না। আর আজ এরকমই একটা বাচ্চা হাতির গল্প নিয়ে এসেছি সকলের জন্য। এই গল্পের বাচ্চা হাতিটি সত্যিই ভাগ্যবান। ছোট্ট হাতিটি যখন একটু খাবার আর জলের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিল ঠিক তখনই পেয়ে যায় এক ঈশ্বরপ্রদত্ব দূতকে।

খুব সম্ভবত ভিডিওটি দক্ষিণ আফ্রিকার। জোহানেসবার্গে AfriAg পরিবহন কোম্পানির কিছু ট্রাক চালক এই হাতিটিকে দেখতে পান। ভাঙা ব্রিজের পাশে ঝোপের পাশে পড়েছিল হাতিটি। ক্লান্ত এবং তৃষ্ণার্ত হাতির বাচ্চাটিকে দেখে নিজের সাথে নিয়ে আসেন তারা।

এরপর হাতিটিকে তাদের নিজস্ব বোতল থেকে জল খাওয়ান। সঠিক সময় জল পেয়ে শিশুটিও চাঙ্গা হয়ে ওঠে‌। এরপর তারা শিশুটিকে একটি ট্রাকে করে নিকটতম অভয়ারণ্যে ছেড়ে দিয়ে আসে। পরে শিশুটিকে বতসোয়ানা এলিফ্যান্ট স্যাংচুয়ারিতে নিয়ে যাওয়া হয়। আশা করা যায় সেখানে সে আরো সঙ্গীদের সঙ্গে ভালোই থাকবে।