পার্থ সারথি মান্না, কলকাতাঃ রাজ্যের গরিব ও মধ্যবিত্ত মানুষদের যাতে খাদ্যের কোনো অভাব না হয় তার জন্য সরকারের তরফ থেকে বিনামূল্যেই চাল, গমের মত রেশন সামগ্রী প্রদান করা হয়। প্রতিমাসের শুরুতেই কোন কার্ডে কত কেজি সামগ্রী পাওয়া যাবে তার তালিকা প্রকাশ্যে আসে। আর এবার মে মাসে কে কত চাল-গম পাবেন তার তালিকা প্রকাশ্যে এসে গিয়েছে। তাই আপনার প্রাপ্য জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন।
মে মাসে কোন কার্ডে কত চাল গম পাওয়া যাবে?
বর্তমানে পশ্চিমবঙ্গে মোট চার ধরণের রেশন কার্ড চালু রয়েছে। যার মধ্যে সবচেয়ে দরিদ্রদের জন্য রয়েছে অন্ত্যোদয় কার্ড বা AAY। এই কার্ড থাকলে সবচেয়ে বেশি সামগ্রী পাওয়া যায়। এরপর SPHH ও PHH গ্রাহকেরা আর সবচেয়ে কম সামগ্রী পেয়ে থাকেন RKSY I ও RKSY II গ্রাহকেরা।
AAY কার্ড হোল্ডারদের প্রাপ্য রেশন সামগ্রী
আপনি যদি অন্ত্যোদয় রেশন কার্ড হোল্ডার হন তাহলে মে মাস কার্ডপিছু ২১ কেজি চাল ও ১৪ কেজি গম পাওয়া যাবে। অবশ্য চাইলে গমের পরিবর্তে সমপরিমাণ চালও নিতেই পারেন।
SPHH ও PHH কার্ড হোল্ডারদের প্রাপ্য রেশন সামগ্রী
আপনি যদি স্পেইসেল প্রায়োরিটি হাউসহোল্ড বা SPHH কার্ডের গ্রাহক এবং প্রায়োরিটি হাউসহোল্ড বা PHH কার্ডের গ্রাহক হন তাহলে কার্ডপিছু ৩ কেজি চাল ও ২ কেজি গম পেয়ে যাবেন।
RKSY কার্ড গ্রাহকদের রেশন সামগ্রী
যে সমস্ত রাজ্যবাসীর কাছে RKSY I বা RKSY II কার্ড রয়েছে তারা তুলনামূলকভাবে অনেকটাই কম রেশন সামগ্রী দেওয়া হয়। যদি আপনি ক্যাটেগরি ১ এ থাকেন তাহলে কার্ডপিছু ৫ কেজি চাল ও যদি ক্যাটেগরি ২ এ থাকেন তাহলে কার্ড পিছু ২ কেজি চাল পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে কোনো গম দেওয়া হয় না।
আরও পড়ুনঃ শীঘ্রই শুরু হচ্ছে জাতিভিত্তিক জনগণনা, কত খরচ হবে সরকারের? অঙ্কটা শুনলেই ভিরমি খাবেন
স্পেশাল রেশন প্যাকেজ
এছাড়াও জঙ্গলমহল, পাহাড়ি এলাকা, চা বাগান এলাকার বাসিন্দাদের জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করা হয়ে থাকে। সেক্ষেত্রে জঙ্গলমহল, পাহাড়ি এলাকা ও চা বাগানের AAY কার্ড হোল্ডারের ২১ কেজি চাল ও ১৪ কেজি করে চাল পেয়ে যাবেন। এমনকি চা বাগানের RKSY-I কার্ডের গ্রাহকরাও পরিবার পিছু ৩৫ কেজি চাল পেয়ে যাবেন একেবারে বিনামূল্যেই।