কতদিন থাকবে গরমের ছুটি, স্কুল খুলবে কবে? জানিয়ে দিল শিক্ষা দফতর

WB School Holiday

কতদিন থাকবে গরমের ছুটি, স্কুল খুলবে কবে? জানিয়ে দিল শিক্ষা দফতর

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: এই কাঠফাটা গরমে স্কুলে এসে পড়াশোনা ছোটদের জন্য কিন্তু খুব ঝক্কিরই বিষয়। তাই পড়ুয়াদের মুখের দিকে তাকিয়ে, তাদের শরীর যাতে সুস্থ থাকে, সেই বিষয়টি মাথায় রেখে বড়সড় ঘোষণা করল শিক্ষা দফতর (WB School Holiday)। স্কুল শিক্ষা বিভাগ অবশেষে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে এই বছরের গ্রীষ্মকালীন ছুটির পূর্ণাঙ্গ সময়সূচী ঘোষণা করেছে বলে জানা গিয়েছে।

এর আগে, এপ্রিল মাসে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ৩০ এপ্রিল থেকে শুরু হবে গরমের ছুটি। চরম আবহাওয়া এবং শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও স্বাস্থ্য সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে, সেই সময়ে, স্কুলগুলি কখন খুলবে তা জানানো হয়নি মুখ্যমন্ত্রী বা শিক্ষা বিভাগের তরফে। ফলে, অনেকেই ক্ষুব্ধ হন। বেশিদিন স্কুল বন্ধ থাকলে পড়ুয়াদের পড়াশোনায় ঘাটতির চিন্তা ঘিরে ধরে তাঁদের। এমন সময় ভালো কথা জানিয়ে দিল শিক্ষা দফতর।

কবে খুলবে স্কুল?

মূল স্কুল ক্যালেন্ডার অনুসারে, গ্রীষ্মকালীন ছুটি ১২ মে শুরু হওয়ার কথা ছিল। ২৩ মে স্কুলগুলি আবার খোলার কথা ছিল। কিন্তু সেই সময়ে কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। অবশেষে দেওয়া হল। এখন আর শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে চিন্তার কারণ নেই। যারা ২০২৬ সালে তাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তাঁরা নিশ্চিন্তে ক্লাস করতে পারবেন।

আরও পড়ুন: কলকাতায় চলবে না বাস, হুঁশিয়ারি বাস মালিকদের! কত দিন ভুগতে হবে যাত্রীদের?

নতুন নিয়ম অনুসারে, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের তৃতীয় সেমিস্টার এই বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা মাথায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর। পাঠদানের জন্য পর্যাপ্ত সময় পাইয়ে দিতে, শিক্ষার্থীরা ৩১ মে পর্যন্ত গরমের ছুটি পাবে এবং ২ জুন থেকে আবার ক্লাস শুরু হবে।

সঙ্গে থাকুন ➥