পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাংলায় ঠিক কি ঋতু চলছে সেটা বুঝতে পারা দায় হয়ে গিয়েছে। বসন্তের মরশুম চললেও হিমেল হাওয়া বেপাত্তা, বেলা বাড়তেই রোদের তাপ গ্রীষ্মের অনুভূতি দিচ্ছে। আবার অন্যদিকে মাঝে মধ্যেই মেঘের আনাগোনার জেরে বৃষ্টি নামছে। এই যেমন আজ রবিবারেও কলকাতা সহ বাংলার একাধিক জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথায় কখন নামতে পারে বৃষ্টি? চলুন দেখে নেওয়া যাক কি বলছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতা আবহাওয়া
আজ কলকাতার আকাশ মেঘাছন্ন থাকবে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসাথে মাঝে দু এক পশলা বৃষ্টির হতে পারে বিক্ষিপ্তভাবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা তৈরির হয়েছে। যার ফলে দক্ষিণের বেশ কিছু জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এমনকি ঝোড়ো হাওয়া ও শিলা বৃষ্টিও হতে পারে বলে মনে করা হচ্ছে।
আজ রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের প্রকাশিত রিপোর্ট বলছে, আজ দার্জিলিং ও তার আশেপাশের কিছু জেলায় হালকা বৃষ্টি থেকে শুরু করে বরফপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় মাঝারি কুয়াশা থাকবে বলেও মনে করা হচ্ছে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ সোমবারে সপ্তাহের প্রথম দিনে কেমন থাকবে আবহাওয়া? হাওয়া অফিসের মতে দিনেও বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণের তিন জেলায়। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণাতে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি ও সাথে বরফপাতের সম্ভাবনা থাকছে।