WBCHSE HS Syllabus changed see official notice

ফার্স্ট সেমিস্টার পরীক্ষার আগেই বদলে গেল উচ্চমাধ্যমিকের সিলেবাস! দেখুন সংসদের নোটিশ

নিউজশর্ট ডেস্কঃ এবছর অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে পাল্টে গিয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার (HS Exam) পদ্ধতি। উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সেমিস্টার পদ্ধতি চালু করা হয়েছে। সেই নিয়ম অনুযায়ী সেপ্টেম্বর মাসেই হবে পরীক্ষা। তবে সম্প্রতি শিক্ষা সংসদের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে যেখানে সিলেবাসে কিছু পরিবর্তন করা হয়েছে। তাই সমস্ত একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই প্রতিবেদনটি অতন্ত্য গুরুত্বপূর্ণ।

উচ্চমাধ্যমিক সিলেবাসে বদল

পরীক্ষার আগেই উচ্চমাধ্যমিকের সিলেবাসে কিছু পরিবর্তনের কথা ঘোষণা করা হয়েছে পর্যন্ডের পক্ষ থেকে। কি কি বদল করা হয়েছে তা এক এক করে নিচে বলা হল :

  • নতুন সিলেবাস অনুযায়ী ইতিহাস, ভূগোল ও স্টাটিস্টিক্সের মত বিষয়ে কিছু প্রিন্টিং জনিত ত্রুটি রয়েছে। যার ফলে একাধ শ্রেণীরই স্টাটিস্টিক্সের ৫ নং চ্যাপ্টারে DGCSIR – to be read as “DGCIS” এর কথা বলা হয়েছে।
  • এরপর একাদ্বশ শ্রেণীর ভূগোলের সেমিস্টার ২ এর তিন নং চ্যাপ্টারে “Natural Disaster Management Policy” এর বদলে সেটিকে “Salient Features of National Disaster Management Plan” হিসাবে পড়ার কথা বলা হয়েছে।
  • ইতিহাস বইতে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের দশম থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত আসা পাঁচ পরিব্রাজকের ইতিহাস সম্পর্কে পড়ার কথা বলা হয়েছে। যেগুলি হল : Al Masudi, Marco Polo, Abdur Razzak, Tavernier ও Bernier।
  • শেষে দর্শনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের নম্বর বিভাজন পাল্টে গিয়েছে সেটা জানানো হয়েছে।

উপরিউক্ত বদলগুলিই নোটিশে বলা হয়েছে। এছাড়া যে ছোটখাটো কয়েকটা পরিবর্তন হয়েছে তার প্রভাব সেপ্টেম্বর মাসে হতে চলা প্রথম সেমিস্টারের পরীক্ষায় পড়বে না বলেই জানানো হয়েছে।

আরও পড়ুনঃ প্রতিবছর মিলবে ১২,০০০ টাকা! সময় থাকতে আবেদন করুন NMMSE স্কলারশিপে, রইল সম্পূর্ণ পদ্ধতি

প্রসঙ্গত, সংসদের তরফ থেকে খুব শীঘ্রই সিলেবাসের নতুন সংস্করন প্রকাশ করা হবে যে জানা যাচ্ছে। এর ফলে ভুলত্রুটিগুলি শুধরে নেওয়া যাবে। আর নতুন সিলেবাস সম্পর্কে ধারণা আরও স্পষ্ট হয়ে যাবে। নিচে শিক্ষা সংসদের জারি করা অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া রইল।

সিলেবাসের বদলের অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ  Official Notice

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X