উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর! পরীক্ষায় ক্যালকুলেটার অ্যালাও, নির্দেশিকা শিক্ষা সংসদের

HS Council Allows Calculator in Exam Hall for Higher Secondary Exam

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর! পরীক্ষায় ক্যালকুলেটার অ্যালাও, নির্দেশিকা শিক্ষা সংসদের

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সবেমাত্র শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা, চলছে শেষ মুহূর্তের উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি। এরই মাঝে এই নতুন ঘোষণা। সেমিস্টার পদ্ধতির কথা আগেই জানানো হয়েছিল। যার ফলে অনেকটাই বদলে যাচ্ছে উচ্চমাধ্যিকের পরীক্ষার সিস্টেম। তার উপর নয়া নিয়ম চালু করার নির্দেশিকা আনল শিক্ষা সংসদ।

উচ্চমাধ্যমিক নিয়ে নতুন নির্দেশিকা জারি শিক্ষা সংসদের

ইতিমধ্যেই জানানো হয়েছে একাদ্বশ ও দ্বাদশ শ্রেণীতে মোট ৪টি সেমিস্টারে পরীক্ষা নেওয়া হবে। ফলে আগের তুলনায় অনেকটাই চাপ কমবে পরীক্ষার্থীদের উপর। তবে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় ক্যালকুলেটার ব্যবহার করা যাবে বলে জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কোন কোন পরীক্ষায় এই সুবিধা মিলবে? বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

উচ্চমাধ্যমিকে ব্যবহার করা যাবে ক্যালকুলেটর

আগে উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় ক্যালকুলেটার ব্যবহার করা যেত। মূলত বিজ্ঞান বিভাগের যে সমস্ত বিষয়ের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে সেগুলির ক্ষেত্রেই এই বিশেষ নিয়ম চালু হিল। এতে ক্যালকুলেশন অনেকটাই সুবিধা হত পরীক্ষার্থীদের। তবে মাঝে সেটা বন্ধ করে দেওয়া হয়। তবে এবার ফের একবার সেই সুবিধা ফিরতে চলেছে।

এদিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ‘আসন্ন ২০২৫-২৬ থেকে পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হল। তবে বৈজ্ঞানিক ক্যালকুলেটর নয়, সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে প্র্যাকটিক্যাল পরীক্ষার সময়’। এই নিয়ম জারির কথা শুনে হাসি ফুটেছে বহু পড়ুয়াদের মুখেই।

যদিও শিক্ষক মহলের তরফে এই নির্দেশিকা আসার পর প্রতিক্রিয়ায় জানানো হয়, শুধুমাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রেই যে কঠিন অঙ্ক আসে তা কিন্তু নয়, থিওরি পরীক্ষাতেও প্রচুর কঠিন অঙ্ক থাকে। সেই দিকটাতেও নজর দেওয়া উচিত ছিল শিক্ষা সংসদের। একইমত বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডলেরও।

অবশ্য কিছু শিক্ষকদের মতে, নতুন যে পদ্ধতিতে পরীক্ষা চালু করা হচ্ছে তাতে থিওরি পরীক্ষার ক্ষেত্রে ক্যালকুলেটরের প্রয়োজন বিশেষ হবে না। তাই আগে থেকেই সেই দিকটা মাথায় রেখে শুধুমাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষায় ক্যালকুলেটার ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা সংসদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যাদবপুর বিদ্যাপীঠের প্রধানশিক্ষক পার্থ প্রতিম বৈদ্য।

সঙ্গে থাকুন ➥