আজ থেকেই শুরু ঝড়-বৃষ্টির দাপট, এই জেলাগুলিকে বিশেষ সতর্কবার্তা আবহাওয়া দফতরের

নিউজশর্ট ডেস্কঃ রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টির মরশুম। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দাপট বেড়েছে বৃষ্টির। চলতি মাসে প্রত্যেক দিনে কমবেশি বৃষ্টিপাত হয়েছে। আজকে উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী বৃষ্টির দাপট শুক্রবার পর্যন্ত চলবে। আজকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে। এছাড়া অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গেই আজকের তাপমাত্রার প্রবাহ ও কম থাকবে। আগামী ১৮ আগস্ট পর্যন্ত আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং, কালিংপং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আগামী বেশ  কয়েকদিন এই বৃষ্টিপাত জারি থাকবে। এদিকে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে দার্জিলিং, কালিংপং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।

আজকে নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। এছাড়া দফায় দফায় বৃষ্টিপাত চলবে রাজ্যজুড়ে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতে বজ্রবিদ্যুৎসহ তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪-৫ দিন এই বৃষ্টিপাত জারি থাকবে।

Avatar

Papiya Paul

X