শ্রী ভট্টাচার্য, কলকাতা: পশ্চিমবঙ্গে এবার চরম বাংলা। দেশজুড়ে ফের একবার দুর্যোগের সূত্রপাত (Weather Forecast)। ঝড়-বৃষ্টির দাপট মাথায় নিয়েই পয়লা বৈশাখ কেটেছে বাঙালির। আগামীদিনেও একই প্রভাব। জানা গিয়েছে, জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়াবিদরা বলছেন, আজ, ১৬ এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। তাহলে আজ কেমন থাকবে বাংলা? কী বলছে হাওয়া অফিস?
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের ইতিমধ্যে বুলেটিন জারি করে জানিয়েছে, আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, কলকাতা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, এই ৭ জেলায়।। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, দুই ২৪ পরগণা, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলী, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম জেলায়।
কলকাতার আবহাওয়া
সকাল থেকে কলকাতার আকাশ পরিষ্কার। বেলা বাড়লে কোনও কোনও জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।এরপর আজ সন্ধ্যে কিংবা রাতের দিকে ঝড়-বৃষ্টি আসার পূর্বাভাস দেওয়া হয়েছে। আজকের পাশাপাশি বৃহস্পতিবার এবং শুক্রবারও একইভাবে কলকাতায় ঝড়-বৃষ্টি হবে। এমনটাই জানা গিয়েছে। শহরে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
আরও পড়ুন: শিয়ালদার মতো হাওড়া লাইনে মহিলাদের জন্য মিলবে দুর্দান্ত ব্যবস্থা! প্রস্তাব গেল রেলের কাছে
উত্তরবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবারও বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ও বয়ে যাবে।