Papiya Paul

একসাথে ৪ টে ঘূর্ণাবর্ত! বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড়-বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের এই ৭ জেলা

নিউজশর্ট ডেস্ক: গোটা দক্ষিণবঙ্গ(South Bengal) জুড়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ। আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Report) রিপোর্ট অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল থেকেই কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে। আর আজকে তান্ডব করতে চলেছে প্রকৃতি। রবিবারের আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকবে।

   

আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই সাথেই উত্তরবঙ্গের দিকে একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আবার আজকে উত্তর বঙ্গোপসাগরে একটি ঘুনাবর্ত তৈরি হতে পারে যেটি মঙ্গলবারে নিম্নচাপের পরিণত হবার সম্ভাবনা তৈরি করছে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে যে ঘুনাবর্তটি অবস্থান করছিল, সেটি জায়গা বদল করে উত্তর দিকে এগিয়েছে। এইসব কারণগুলোর জন্য দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বজ্রপাতসহ বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আজকে কলকাতা শহরে বিক্ষিপ্তভাবে সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

west bengal weather and cyclone khanun falls in japan

হাওয়া অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গের সব কটা জেলাতেই হলুদ সর্তকতা ও জারি রাখা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।