Papiya Paul

দক্ষিণবঙ্গের এই ৭ টি জেলায় চলবে ব্যাপক ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা: আবহাওয়ার খবর

বেশ কিছুদিন একটানা বৃষ্টির পর গত দু-তিনদিন ধরে রাজ্যে বৃষ্টির পরিমাণ কমে গিয়েছে। আর এর ফলে দাপিয়ে বেড়েছে গরমের প্রভাব। অস্বস্তিকর গরমে একপ্রকার নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। তবে এর মধ্যেই খুশির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

   

আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, আগামীকাল থেকেই প্রবল ঝড় বৃষ্টি শুরু হতে পারে। আজকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকের আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে, বুধবার আংশিক মেঘলা আকাশ থাকবে। কলকাতা সহ আশেপাশের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও আগামীকাল অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদীয়ায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার আগামীকাল এবং পরশুদিন কলকাতাতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আজকে হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির জন্য আগামী দুদিন তাপমাত্রার পারদ কিছুটা হলেও কমবে।