শ্রী ভট্টাচার্য, কলকাতা: শনিবার থেকে ঝড় বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ (Weather Today)। রবিবারও তাপমাত্রা ছিল সহনীয়। সোমবার থেকে যদিও অকাল বর্ষার খেল শুরু। ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়া। জারি করা হয়েছে বৃষ্টি সহ কালবৈশাখীর সতর্কতাও। বাংলার আবহাওয়া নিয়ে কী আপডেট দিল আবহাওয়া অফিস! আরও জানলে স্বস্তি পাবেন।
কলকাতার আবহাওয়া
আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। জ্বালাপোড়া গরম থেকে আপাতত মুক্তি। গত কয়েকদিনের ভ্যাপসা গরম কাটিয়ে এবার বৃষ্টির সম্ভাবনা তিলোত্তমা মহানগরীতে। মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা প্রবল।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তুমুল বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। আর মঙ্গলবার হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে।
আরও পড়ুন: পৃথিবীর এই ভয়াবহ রাস্তা ১০ লক্ষ মানুষের মৃতদেহের উপর তৈরি! পুরো গল্প জানলে অবাক হবেন আপনিও
উত্তরবঙ্গের আবহাওয়া
গ্রীষ্মের তাপে যখন হাঁসফাঁস করছিল বাঙালি। উত্তরবঙ্গ তখনও স্বস্তির সঞ্চার করছিল। আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর ও দার্জিলিং জেলায়। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে।