পাগলা হাতির মতো ছুটে আসছে কালবৈশাখী, দুর্যোগের কবলে বাংলার ৭ জেলা, আজকের আবহাওয়া

Weather Today

পাগলা হাতির মতো ছুটে আসছে কালবৈশাখী, দুর্যোগের কবলে বাংলার ৭ জেলা, আজকের আবহাওয়া

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: উত্তরবঙ্গে বরফ পড়ছে। বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ। মে মাসের প্রথম সপ্তাহ থেকেই মনোরম আবহাওয়া বাংলায়। এই স্বস্তি আর কতদিনের (Weather Today)! এমন প্রশ্ন উঠতে বড় পূর্বাভাস জানালো হাওয়া অফিস। গ্রীষ্মকালের শনি ও রবিবার, কতটা ভালো কাটবে, তা নিয়েই সামনে এল খবর। জেলায় জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এখন দেরি না করে জেনে নেওয়া যাক সারাদিন বাংলার আবহাওয়া ঠিক কেমন থাকবে, রবিবার আরাম বজায় থাকবে কি না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

শনিবার দুর্যোগের কালো মেঘ দক্ষিণের আকাশে। কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে সর্বোচ্চ ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় রবিবার এমনই আবহাওয়া থাকবে।

কলকাতার আবহাওয়া

ঘূর্ণাবর্তের জেরে গত কয়েকদিন ধরেই কলকাতায় ঝড়-জল চলছে বিক্ষিপ্তভাবে।আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি ২৫ সেলসিয়াস। শনিবার বিকেলের দিকে ঝড় বৃষ্টি ফের হতে পারে। আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির জেরে কলকাতা শহরে তাপমাত্রাও খানিকটা কমই থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। রবিবারও বৃষ্টির সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন: দিঘায় মন্দিরে উদ্বোধনের দুদিন যেতেই শুরু বিতর্ক! ‘জগন্নাথ ধাম’ তকমা মুছতে হবে দাবি পুরীর

উত্তরবঙ্গের আবহাওয়া

শনিবার, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সহ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ কিমি বেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

সঙ্গে থাকুন ➥