পার্থ সারথি মান্না, কলকাতাঃ ক্যালেন্ডার অনুযায়ী গ্রীষ্মের সময় হলেও আকাশ দেখে বোঝা দায়। এ যেন সময়ের আগেই বর্ষা নেমেছে আকাশে। মূলত ঘূর্ণাবর্তের জেরেই এই দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে যার ফলে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। আজ কোথায় কোথায় চলবে বৃষ্টির খেলা? চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া (Weather Today)।
আইএমডি সূত্রে জানা যাচ্ছে, আরব সাগরে একটি নতুন প্রণালী তৈরি হয়েছে। যেটা আপার এয়ার সার্কুলেশনে বিস্তৃত রয়েছে। এছাড়া আরও একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে বঙ্গপোসাগরেও। যার ফলে পূর্ব উপকূলে ঝড় – বৃষ্টির তান্ডব শুরু হয়েছে। আগামী ২ -৩ দিনের মধ্যেই বর্ষা শুরু হবে কেরলে। এছাড়া কর্ণাটক-গোয়া উপকূলের কাছে আরব সাগরের পূর্ব-মধ্য ভাগে নিম্নচাপ বলয় তৈরি হতে পারে। যেটা পশ্চিমী উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত আনতে সক্ষম।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শেষ প্রকাশিত বুলেটিন অনুযায়ী দক্ষিণের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কালবৈশাখীর জেরে ৫০ থেকে ৬০ কিমি বেগে হাওয়া চলবে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে নদীয়া সহ উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণা জেলায়। তবে এখানেই শেষ নয়!
হুগলি, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামেও কালবৈশাখীর জেরে সর্বোচ্চ ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। সাথে সর্বোচ্চ ৩০-৪০ কিমি বেগে হাওয়া চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণের মত উত্তরবঙ্গেও কালবৈশাখীর প্রভাব পড়েছে ভালো মতোই। ইতিমধ্যেই দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বজ্রপাত সহ বৃষ্টি ও ঝোড়ো হওয়ার জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহারেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আর বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ রবিবাররেও সাত সকাল থেকে চলবে মেট্রো, কোন কোন রুটে? আপডেট দিল মেট্রো কর্তৃপক্ষ
আগমীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শুক্রবার কেমন থাকবে আবহাওয়া? এই প্রশ্নও ঘুরছে অনেকেরই মাথায়। এক্ষেত্রে হাওয়া অফিস খুব একটা সুখবর দেয়নি, কারণ ঝড়-বৃষ্টি বজায় থাকবে বলেই জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, নদীয়া ও উত্তর ২৪ পরগণা জেলায় ভারী বৃষ্টির সাথে কালবৈশাখীর জেরে ৫০ কিমি পর্যন্ত বেগে হাওয়া চলতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বলেই জানিয়েছে হাওয়া অফিস।