শ্রী ভট্টাচার্য, কলকাতা: মে মাসে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেশ উষ্ণ থাকে। সমুদ্রের উপর শক্তি অর্জনের জন্য তাপ এবং আর্দ্রতা ব্যবহার করে ঝড়। এমন সময় শক্তিশালী উল্লম্ব বায়ুপ্রবাহ ঘূর্ণিঝড়ের জন্য বেশ ক্ষতিকারক হতে পারে। তবে বছরের এই সময়ে, বায়ুপ্রবাহ খুব বেশি শক্তিশালী হয় না। তাই শীঘ্রই বঙ্গোপসাগরের উপর দিয়ে কয়েকশ কিলোমিটার দূরে একটি বিরাট ঘূর্ণিঝড় তৈরি হলেও বিধ্বংসী প্রকৃতির দেখা পাওয়ার সম্ভাবনা খুবই কম। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। তাহলে গরমের হাত থেকে মুক্তি মিলবে ঠিক কবে (Weather Today)?
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গ এখনও তাপ এবং আর্দ্রতার যুগল আক্রমণের কবলে। আগামী চার থেকে পাঁচ দিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না এবং পরবর্তী দুই থেকে তিন দিনের মধ্যে এটি ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি হ্রাস পাবে, ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে। ১৫ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলার এক বা দুটি জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। আর আলিপুর আবহাওয়া দফতর যদিও বলছে যে ১৩ এবং ১৪ মে দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনা সহ বেশ কয়েকটি জেলায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এই দুটি জেলা শহরের সীমান্তবর্তী হওয়ায় এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কলকাতার আবহাওয়া
বিকেল গড়াতেই হঠাৎ বৃষ্টি সোমবার। তার আগে তীব্রবেগে বয়ে গেল ঝড়। প্রবল বাতাস এবং বিদ্যুৎ চমকানোর পর বৃষ্টি হয়েছিল। কলকাতার মানুষ ভাবলেন হয়ত মুক্তি মিলল গরম থেকে। কিন্তু না, এখনই পিছু ছাড়ছে না গরম। কিছুটা স্বস্তি মিললেও, গ্রীষ্ম তার তেজ দেখাবেই। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। আজ বিকেলের পর আবার নামতে পারে বৃষ্টি।
আরও পড়ুন: যুদ্ধের আবহে বাতিল টিকিট বুকিং, ভীত পর্যটকেরা? চমকে দিচ্ছে রিপোর্ট
উত্তরবঙ্গের আবহাওয়া
মধ্য বিহার থেকে দক্ষিণ ঝাড়খণ্ড পর্যন্ত আর্দ্রতার প্রাপ্যতা এবং নিম্নচাপের কারণে, ১৫ মে পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আইএমডি জানিয়েছে। তবে উত্তরবঙ্গের মালদহ জেলায় এই সময়ের মধ্যে এক বা দুটি স্থানে তাপপ্রবাহের পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।