পার্থ সারথি মান্না, কলকাতাঃ আজ রবিবার, সপ্তাহ শেষে ছুটির দিন। তবে আবহাওয়ার মুড কিন্তু মোটেই ভালো নেই। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হয়ে ধেয়ে আসছে। এরই মধ্যে আগের রিপোর্ট মত, কেরলে বর্ষার প্রবেশ হয়ে গিয়েছে। সব মিলিয়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। কেমন থাকবে আজকের আবহাওয়া (Weather Today)? চলুন দেখে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শেষ প্রকাশিত বুলেটিন অনুযায়ী, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও পূর্ব বর্ধমান জেলায় ৪০-৫০ কিমি পর্যন্ত বেগে কালবৈশাখীর খেলা চলতে পারে। যার ফে বজ্রবিদ্যুৎপাত সহ ব্যাপক বৃষ্টি হতে পারে। এখানেই শেষ নয়। বাকি জেলাগুলোতেও কম বেশি ঝোড়ো হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেই জানা যাচ্ছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণের মত উত্তরেও দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সর্বোচ্চ ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া চলতে পারে বলে জানা যাচ্ছে। দার্জিলিং,জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার জেলায় ৪০ থেকে ৫০ কিমি বেগে এবং কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া চলতে পারে। একই সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা যার করেছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ সোমবার সপ্তাহের প্রথম দিনেও কালবৈশাখীর জেরে সর্বোচ্চ ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বীরভূম,মুর্শিদাবাদ, নদীয়া ও পুর বর্ধমান জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতে ৪০ কিমি বেগ হওয়ার সাথে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গেও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় ৫০ কিমি বেগে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে ৪০ কিমি পর্যন্ত বেগে ঝোড়ো হওয়ার সাথে হালকা বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।