শ্রী ভট্টাচার্য, কলকাতা: শুরুতে স্বস্তির বৃষ্টি দিলেও এখন খেল দেখাচ্ছে বৈশাখ (Weather Update)। গরমে অতিষ্ট দক্ষিণবঙ্গ। সকাল ৭টা বাজলেই বেরিয়ে আসছে ঘাম। তাপপ্রবাহে প্রাণ যায় যায়। উজ্জ্বল রোদ যেন আগুনের হল্কা ছোটাচ্ছে। এমন আবহে বৃষ্টির পূর্বাভাস। যদিও সারা দক্ষিণবঙ্গ জুড়ে নয়। সংশ্লিষ্ট কিছু জেলায়। তো বাকি জেলাগুলোতে কেমন থাকবে আবহাওয়া? কলকাতার খবর কী? উত্তরবঙ্গ কি এখনও ঠান্ডা?
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন বলছে, শুক্রবার তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের ৪ জেলা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া দগ্ধ হবে আজ। তার উপর আবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া ও বীরভূম জেলাতেও। দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
আরও পড়ুন: পাকিস্তানী রেঞ্জার্সদের কবলে বাংলার বিএসএফ জওয়ান, কবে ফিরবে? আপডেট দিল BSF
কলকাতার আবহাওয়া
আজ ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেড়ে গিয়েছে বলে মনে হতে পারে কলকাতাবাসীর। কিছু সপ্তাহের মধ্যেই এই তাপমাত্রা পৌঁছে যাবে ৪৫ ডিগ্রিতে! শুক্রবার দুপুরে আবার ২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। রাতেও নিস্তার নেই। তাপমাত্রা ১ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। যদিও রবিবার থেকে হওয়াবদল কলকাতায়। বুধবারের মধ্যে বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আলিপুর বলছে, শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হতে পারে বাংলার ৫ জেলায়, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। এর সঙ্গে জো তাপপ্রবাহের জন্য সতর্কতা জারি করা হয়েছে মালদা জেলায়। তার সঙ্গে উত্তরবঙ্গে তো সোনায় সোহাগা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।