শ্রী ভট্টাচার্য, কলকাতা: মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ডিগবাজি খেল থার্মোমিটার (Weather Update)। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রভাবে শনিবার রাত থেকেই কমে গিয়েছে তাপমাত্রা। স্বস্তি ফিরেছে বাংলার। এখনও ৭ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে! যদিও এ বৃষ্টির স্বস্তি ক্ষণিকের। আবারও তীব্র গরমের পূর্বাভাস এল হাওয়া অফিসের তরফে।
কলকাতার আবহাওয়া
গত এক সপ্তাহ আগে কলকাতার রাতের তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু অক্ষয় তৃতীয়ার ঠিক আগের দিন দাঁড়িয়ে, ২৯ এপ্রিল কলকাতার রাতের তাপমাত্রা নেমে গেল প্রায় ১৪.৬ ডিগ্রি পর্যন্ত। এ রাতের তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি। হাওয়া অফিস সূত্রে খবর এপ্রিলের শীতলতম দশটি রাতের অন্যতম রাত ছিল মঙ্গলের রাত। আজ যদিও তাপমাত্রা একটি বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কালবৈশাখী সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস জানাচ্ছে, আজ দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি হবে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। একাধিক ঘূর্ণাবর্তের জেরে এমনটা আবহাওয়ার পরিস্থিতি বলে জানা যাচ্ছে। কালও একইরকম। বৃহস্পতিবারও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আরও পড়ুন: পকেটে ছেঁড়া-ফাটা নোট নিয়ে সমস্যা? সহজেই ব্যাংক থেকে মিলবে কড়কড়ে টাকা, দেখুন পদ্ধতি
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায়। ঝড়ের গতিবেগ প্রতি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকতে পারে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার কিছুটা বৃষ্টি থেকে নিস্তার। যদিও আবার শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সেদিনও সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থেকেই যাচ্ছে।