পার্থ সারথি মান্না, কলকাতাঃ মে মাসের শুরু থেকেই হু হু করে বাড়তে শুরু করেছিল তাপমাত্রা। হিটওয়েভের জেরে কার্যত নাভিশ্বাস উঠেছিল বাঙালির। তবে একেবারে ঠিক সময়ে হাজির হয়েছে কালবৈশাখী। যার জেরে বিগত কিছুদিন সকালে উষ্ণতা বাড়লেও বিকেল হতে হতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমছে। আজ কেমন থাকবে আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়ার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জ্বালায় মাঝারি বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। শেষ প্রকাশিত আপডেট অনুযায়ী, হুগলি, নদীয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসাথে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও সতর্কতা জারি কয়েছে। দক্ষিণের বাকি জেলাগুলিতে বিখিপ্পতভাবে বৃষ্টি হলেও হতে পারে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে আশা করা হচ্ছে। তবে সর্বোচ্চ আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮০% বা তারও বেশিও হতে পারে যার কারণে অস্বস্তি বজায় থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোৎ বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় বজ্র বিদ্যুৎপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে কালিম্পঙ, আলিপুরদুয়ার ও কোচবিহারেও অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সাথে দোসর বজ্রপাত।
আগামীকালের আবহাওয়া
আজকের মত আগামীকাল অর্থাৎ বুধেও আবহাওয়া বেশ কিছুটা একই রকম থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস। দক্ষিণের নদীয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত চলবে। অন্যদিকে উত্তরবঙ্গেও উত্তর দিনাজপুর ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি ও বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২-৩ দিনের আবহাওয়া এমনই থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।