শ্রী ভট্টাচার্য, কলকাতা: বৃষ্টির পূর্বাভাস ফের বাংলায় (Weather Update)। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বহু জেলায় ঝড়বৃষ্টির সম্ভবনা রয়েছে! সেই কারণেই হলুদ সতর্কতা জারি করা হল। নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে যে কবে কোথায় বৃষ্টি নামবে? তাহলে বলে রাখি, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গেরই নানা জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। চলুন জেনে নিই আপনার জেলা ভিজবে কিনা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের নানা জেলায় বৃষ্টি হবে। দাবদাহ থেকে সাময়িক মুক্তি মিলবে। সপ্তাহের প্রথম দিন ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া বইবে। হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলায়। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি, ঝড় হতেও পারে বলে খবর। পয়লা বৈশাখেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান , বীরভূম জেলায়।
কলকাতার আবহাওয়া
সকাল থেকে কলকাতার আকাশ পরিষ্কার। গরম বাড়তে পারে বেলা বাড়লে। আংশিক মেঘলা আকাশও দেখা যাবে। বিকেল কিংবা রাতের দিকে দিকে কলকাতায় বৃষ্টি হলেও হতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। পয়লা বৈশাখে কাঠফাটা গরমের সম্ভবনা কম। বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার উত্তরবঙ্গের প্রতিটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টি নামবে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সহ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝেঁপে বৃষ্টি নামবে মঙ্গলবার।