শ্রী ভট্টাচার্য, কলকাতা: গরমে এখন আর হাঁসফাঁস করতে হবে না (Weather Update)। বৃষ্টির স্বস্তি এখন সারা বাংলা জুড়ে। বেশ কিছুদিন স্থায়ী হবে। আবহাওয়ার বর্বর পূর্বাভাস দিল হাওয়া অফিস। কালবৈশাখীর দাপটে ফের উত্তাল দক্ষিণবঙ্গ। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মাসের শুরুর ৩ দিন কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। ৩ মে পর্যন্ত জারি হয়েছে ‘ইয়েলো অ্যালার্ট’। জেনে নিন আজ, কাল, পরশু কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পে ভরা বাতাস ঢুকে প্রাক বর্ষার মরসুম সৃষ্টি হয়েছে রাজ্যে। যার জেরে দফায় দফায় কালবৈশাখী বয়ে যাচ্ছে। বজ্রঝড় ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ২ ও ৩ মে পর্যন্ত আকাশ মেঘলা থাকবে। তাই বৃষ্টি বা বজ্রঝড় চলতেই পারে সব জেলাতেই। আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ৪০ থেকে ৫০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোনও কোনও জেলায় শিলাবৃষ্টি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এই প্রকৃতির ঘোরে সমুদ্র থাকবে উত্তাল। তাই মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে কালবৈশাখী সম্ভাবনাও রয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত হতে পারে।
কলকাতার আবহাওয়া
মাসের শুরুতেও গরমের খবর নেই। ঝড়-বৃষ্টির জেরে কলকাতায়আপাতত ভ্যাপসা গরম থেকে মুক্তি। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন তাপমাত্রা একই স্থিতিশীল থাকবে। বিকেল হলেই নামতে পারে ঝড়, সঙ্গে তুমুল বৃষ্টি। বাইরে বেরোলে তাই ছাতা নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। আগামী ৩ মে পর্যন্ত একই আবহাওয়া বিরাজ করবে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: মে মাসেই পুরোদমে চালু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো, হাওড়া-সল্টলেক যেতে খরচ কত? জানালো কর্তৃপক্ষ
উত্তরবঙ্গের আবহাওয়া
মে মাসের শুরুতেই দার্জিলিং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের জারি করা বুলেটিন অনুযায়ী, আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙ জেলায়। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।