শ্রী ভট্টাচার্য, কলকাতা: মে মাসের প্রথম সপ্তাহ শান্তির সপ্তাহ। বৃষ্টি ভেজা শহর থেকে গ্রাম (Weather Update। এই গরমের মরসুমে শান্তির আবহাওয়া উপভোগ করছে পশ্চিমবঙ্গের মানুষ। সারাদিন মেঘলা আকাশ দেখা গেলেও, দুপুরের পর থেকে ঝমঝমিয়ে নেমে আসছে বৃষ্টি। বৃহস্পতিবারও ঝড়ের দাপটের সঙ্গে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে বাংলায়। শুক্রবারও কি একই অবস্থা? কেমন থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া? চলুন দেখে নিই কী জানাল আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আলিপুর দফতর জানিয়েছে, শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হবে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমিই বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে। এছাড়াও বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি সহ ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে।
কলকাতার আবহাওয়া
বৃহস্পতিবারের মতো শুক্রবার সন্ধ্যার দিকে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।শুক্রবারের তাপমাত্রায় তেমন পরিবর্তন না হলেও রাতের পারদ প্রায় ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আজ কলকতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। এমন সময়ে নিশ্চয়ই ভাবছেন যে এত স্বস্তির দিন আর কতদিন। আপনাকে নিশ্চিন্ত করে জানিয়ে রাখি যে আগামী সোমবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। ঝোড়ো হাওয়াও বয়ে যাবে। আপাতত তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে না।
আরও পড়ুন: শিয়ালদহ থেকে চলবে আলিপুরদুয়ার বন্দে ভারত! রইল টাইমটেবিল, রুট ও ভাড়া
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই তিন জেলায়। পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। রবিবার ৩০ থেকে ৪০ কিলোমিটার হাওয়ার গতিবেগে রবিবার পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতা বাদে দক্ষিণের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।