সপ্তাহের শুরুতেই ঝড়-বৃষ্টির সতর্কতা, ভাসবে দক্ষিণের ৬ জেলা, আজকের আবহাওয়া

South Bengal Weather Update Rain Forecast

সপ্তাহের শুরুতেই ঝড়-বৃষ্টির সতর্কতা, ভাসবে দক্ষিণের ৬ জেলা, আজকের আবহাওয়া

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি মিলবে কবে? এই প্রশ্নই ছিল সকলের মনে। আর এবার এই প্রশ্নের উত্তরেই সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর। ঝোড়ো হওয়ার সাথে বজ্রপাত সহ বৃষ্টি দিয়েই শুরু হবে নতুন সপ্তাহ। কেমন থাকবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আজকের আবহাওয়া (Weather Update)? চলুন দেখে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া

সর্বশেষ যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেটি অনুযায়ী, ঝোড়ো হওয়ার সাহে বৃষ্টির সম্ভাবনা থাকছে একাধিক জেলায়। ৫০ কিমি পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া চলতে পারে। বিশেষ করে হুগলি, নদীয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় মাঝারি বৃষ্টি আর সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস মিলেছে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে মনে করা হচ্ছে। এছাড়া বাতাসের জলীয়বাষ্পের পরিমাণ প্রায় ৭০% অবধি পৌঁছাতে পারে। যার জেরে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।

উত্তরবঙ্গের আজকের আবহাওয়া

উত্তরবঙ্গেও দক্ষিণের মত, ৪০ থেকে ৫০ কিমি বাগে ঝোড়ো হাওয়া চলার পাশাপাশি বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এই তিন জেলায় বজ্রপাত সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ বাড়ি-কেনা নিয়ে চিন্তা মিটবে মধ্যবিত্তের! বিরাট উপহার দেবে RBI ..

আগামীকালের আবহাওয়া

আপাতত কিছুদিন গরমের মাঝে স্বস্তির আবহাওয়া বজায় থাকবে বলে যেতেই পারে। কারণ আগামীকাল অর্থাৎ মঙ্গলেও ঝোড়ো হওয়ার প্রবাহ থেকে শুরু করে বজ্রপাত ও বৃষ্টি বজায় থাকবে উত্তর থেকে দক্ষিণ উভয় দিকেই। দক্ষিণে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও পুরুলিয়া জেলায় বজ্রপাত মাঝারি বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরের জলপাইগুড়ি জেলায় অতিভারী বৃষ্টি ও উত্তর দিনাজপুর ও কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

সঙ্গে থাকুন ➥