ঘূর্ণাবর্তের জেরে তোলপাড় বাংলা, দক্ষিণের ৫ জেলায় ভারী বৃষ্টি, আজকের আবহাওয়া

Weather Update Heavy Rain due to cyclonic circulation in south bengal

ঘূর্ণাবর্তের জেরে তোলপাড় বাংলা, দক্ষিণের ৫ জেলায় ভারী বৃষ্টি, আজকের আবহাওয়া

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ চাপ বলয়ের জেরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যেটা উত্তরের দিকে এগিয়ে চলেছে। আগামী ৪৮ ঘন্টা এই ঘূর্ণাবর্তের জেরে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কোন কোন জেলায় ব্যাপক বৃষ্টি? বাড়ি থেকে বেরোনোর আগেই দেখে নিন আজকের আবহাওয়ার আপডেট (Weather Update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

সর্বশেষ যে আপডেট মিলেছে সেই অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বজ্রপাত সহ বৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। ৩০ কিমি থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। একইসাথে হাওড়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎপাত সহ ভারী বৃষ্টিপাতের (৭ -১১ সেমি) সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাকি সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণে ব্যাপক দুর্যোগ চললেও উত্তরবঙ্গ দিয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে উত্তরের কোনো জেলাতেই আজকের দিনে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। তাই আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি। যদিও আগামীকাল থেকেই একেবারে ভোল বদলে যেতে চলেছে আবহাওয়ার।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার নিম্নচাপের জেরে ঘূর্ণাবর্ত ও মৌসুমী বায়ুর যৌথ প্রভাবে গোটা বাংলা জুড়েই ফের একবার দুর্যোগ বাড়তে চলেছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান বাঁকুড়া জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও বাকি জেলাগুলিতে সর্বোচ্চ ৫০ কিমি বেগে ঝোড়ো হওয়ার পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মাঝে দুই দিন আকাশ পরিষ্কার থাকলেও বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও বাকি জেলাগুলিতে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সঙ্গে থাকুন ➥