পার্থ সারথি মান্না, কলকাতাঃ বিগত কিছুদিন যাবৎ আবহাওয়ার মুড সুইং দেখছে বঙ্গবাসী। সকাল থেকে তাপমাত্রা বাড়তে শুরু করলেও দুপুর গড়িয়ে বিকেল হতেই বদলে যাচ্ছে আকাশ। কোথাও ৫০-৬০ কিমি প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া তো কোথাও আবার মাঝারি থেকে ভারী বৃষ্টি। আর এবার জানা যাচ্ছে বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে আগামী ২৭ তারিখে। যার ফলে উপকূলীয় জেলাগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আজ অর্থাৎ শুক্রবার কেমন থাকবে আবহাওয়া (Weather Today)? চলুন দেখে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হওয়ার কালবৈশাখীর সাথে ভারী বৃষ্টির যোগ থাকায় লাল সতর্কতাও থাকছে। মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়খন্ড ও হুগলি জেলায় ভারী বৃষ্টি ও কালবৈশাখীর জন্য সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাকি জেলাগুলোতেও বিক্ষপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একইসাথে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া চলবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণের মত উত্তরবঙ্গেও আজ বৃষ্টির আবহাওয়া থাকছে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৫০ কিমি পর্যন্ত বেগে ঝোড়ো হওয়ার পাশাপাশি বজ্রপাত হবে। একইসাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই জেলাগুলিবাদে বাকিগুলিতে সেভাবে র্বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
আগামীকালের আবহাওয়া
আগামীমকাল আর্থার শনিবারের আবহাওয়া সম্পর্কে আগাম পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, নদীয়া ও উত্তর ২৪ পরগণা জেলায় কালবৈশাখীর ঝোড়ো হওয়া সাথে বজ্র বিদ্যুত্পাত ও বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।