পার্থ সারথি মান্না, কলকাতাঃ কালবৈশাখীর জেরে এবছর গ্রীষ্মের তীব্রতা থেকে রেহাই মিলেছে অনেক আগে থেকেই। এমনকি যে বিগত কিচুদিন যাবৎ বৃষ্টি চলছে তাতে অনেকেই ‘মিনি বর্ষা’র সিজেন চলছেও বলছেন। আজ মঙ্গলবার কেমন থাকবে আবহওয়া (Weather Today)? কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা? চলুন দেখে নেওয়া যাক।
বঙ্গপোসাগরে তৈরি ঘূর্ণাবর্ত
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে আগেই সতর্কতা জারি করা হয়েছে আজ ২৭শে মে তারিখে পশ্চিম-মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ বলয় সৃষ্টির জেরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। যেটার প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভনা থাকছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
যেমনটা আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজ ও আগামীকাল দক্ষিণের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে। হাওড়া, হুগলি, কলকাতা থেকে শুরু করে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া ও মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে একইসাথে সর্বোচ্চ ৪০ কিমি বেগে হাওয়া চলবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বলয়ের কারণে দক্ষিণের প্রায় সমস্ত জেলায় বৃষ্টির আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টি নেই বললেই চলে। দার্জিলিং হোক বা জলপাইগুড়ি কোনো জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তাই পর্যটকদের জন্য আজকের দিনটি বেশ ভালো।
আগামীকালের আবহাওয়া
আগেই জানানো হয়েছে বঙ্গপোসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে তা দক্ষিণের উপকূলীয় জেলাগুলিতে আছড়ে পড়বে। এর প্রভাবে আগামিকাল অর্থাৎ বুধবারও ঝড়-বৃষ্টির খেলা চলবে। হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় আজকের মত ৪০ কিমির বেগে জোট হাওয়া সাথে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎপাত সহ বৃষ্টি চলবে। অন্যদিকে উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে না।