কৃশানু ঘোষ, কলকাতা: গত সপ্তাহের শেষের দিকে আবহাওয়া দফতর জানিয়েছিল, ১৬ অথবা ১৭ তারিখ থেকেই বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। এবার সেই পূর্বাভাসে শিলমোহর দিয়েছে হাওয়া অফিসের সর্বশেষ রিপোর্ট (Weather Today)। জানা গিয়েছে, উত্তর বঙ্গোপসাগরের পাশাপাশি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরেও তৈরি হয়েছে একাধিক ঘূর্ণাবর্তের। যার জেরে, সোমবার বৃষ্টি নামতে পারে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের একাধিক জেলায়।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আজ সকাল থেকেই রৌদ্রজ্জ্বল পরিস্থিতির পাশাপাশি আদ্রতা অনুভব করবেন বঙ্গবাসী। আজ কলকাতার তাপমাত্রা গতকালের থেকে ১ ডিগ্রি বেড়ে হবে ৩৪ ডিগ্রি। তবে দুপুরের পর থেকেই কলকাতা সহ একাধিক জেলায় দেখা মিলতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টির। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দুই ২৪ পরগণার পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গে কি দেখা মিলবে বৃষ্টির?
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি পূর্বাভাস রয়েছে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে, উত্তরবঙ্গের অন্যান্য বিভিন্ন জেলা, যেমন দার্জিলিং, কালিম্পংয়ে কোন সতর্কতা জারি করা না হলেও, বজ্রবিদ্যুৎ সহ দেখা মিলতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের।
কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?
তবে, আগামীকাল দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে প্রবল সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। ১৭ জুন, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বেশ কয়েক জায়গায় যার করা হয়েছে কমলা সতর্কতার। তবে, আজকের মতো একই ছবি দেখা যাবে উত্তরবঙ্গেও। কোন সতর্কতা জারি করা না হলেও, দেখা মিলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের।