ভারী বৃষ্টি ২ জেলায়, বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ দক্ষিণবঙ্গে! আজকের আবহাওয়া

Weather Today

ভারী বৃষ্টি ২ জেলায়, বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ দক্ষিণবঙ্গে! আজকের আবহাওয়া

Krishanu Ghosh

Updated on:

কৃশানু ঘোষ, কলকাতাঃ উত্তরবঙ্গে আনুষ্ঠানিকভাবে বর্ষার প্রবেশ ঘোষণা করা হলেও, দক্ষিণবঙ্গে এখনও সম্পূর্ণরূপে বর্ষা ঢোকার কথা জানায়নি আবহাওয়া দফতর। তবে, পাকাপাকিভাবে বর্ষা না ঢুকলেও, ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গিয়েছে গত দু-তিনদিন ধরে। প্রখর রোদের তেজ কমে, দিনের বেশিরভাগ সময় মেঘলা আবহাওয়া পরিলক্ষিত হলেও, ভ্যাপসা গরম অস্বস্তি বাড়িয়েছে রাজ্যবাসীর। চলুন জেনে নেওয়া যাক, আজ কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া।

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, গত দু-তিনদিন ধরে যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গিয়েছে তা বৃহস্পতিবার পর্যন্ত চলবে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়েছে। এই বৃষ্টিপাতের কারণ হিসাবে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে থাকা একটি ঘূর্ণাবর্ত এবং পূর্ব মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার কথা উল্লেখ করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এর পাশাপাশি এই সপ্তাহের মাঝামাঝি সময়ে বর্ষা প্রবেশের পূর্বাভাস দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে।

দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া দেখা যাবে আজ?

হাওয়া দফতরের তরফ থেকে জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পূর্বাভাস রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির, যার মধ্যে রয়েছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর সহ আরও ৩-৪টি জেলা। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের ৪ জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। সমস্ত জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা সহ জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে, বৃষ্টির দেখা মিললেও, বাতাসে আদ্রতার পরিমাণ কমছে না এখনই, যার ফলে ভ্যাপসা গরমে ভুগবে দক্ষিণবঙ্গের মানুষজন।

উত্তরবঙ্গে বর্ষার প্রভাবে ভাসবে কোন কোন জেলা?

উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা, তাই প্রতিদিনই কমবেশি বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে সমস্ত জায়গায়। তার অন্যথা নেই আবহাওয়া দফতরের আজকের রিপোর্টেও। জানা গিয়েছে, আজও উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির, সাথে কিছু জায়গায় চলবে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়া হাওয়ার তাণ্ডব, কিছু জায়গায় সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুত সহ বজ্রপাতের। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার পূর্বাভাস ইতিমধ্যেই দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। তবে, এবার সেই পূর্বাভাসে আরও খানিকটা জোর পাওয়া গেল হাওয়া অফিসের সর্বশেষ রিপোর্টে। জানা গিয়েছে, চলতি সপ্তাহে , বুধবার অর্থাৎ ১৮ তারিখ থেকে দক্ষিণবঙ্গে পাকাপাকিভাবে প্রবেশ করতে পারে বর্ষা।  এছাড়াও, মৌসুমি অক্ষরেখা সক্রিয় হওয়ার কথা জানা গিয়েছে সর্বশেষ রিপোর্টে, যার জেরে এই সপ্তাহের প্রতিদিনই কম বেশি বৃষ্টি পরিলক্ষিত হবে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই।

সঙ্গে থাকুন ➥