কৃশানু ঘোষ, কলকাতাঃ গত সপ্তাহের শেষ থেকেই পশ্চিমবঙ্গের সঙ্গী হয়েছে বর্ষার কালো মেঘ। মাঝে মাঝে আকাশ পরিষ্কার হলেও সূর্য্যি মামার দেখা নেই কোথাও। দুই বঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই হালকা থেকে অতি ভারী বৃষ্টিপাতের দেখা মিলেছে, কোথাও তার সাথে যোগ হয়েছে ঝোড়ো হাওয়া। সারা রাজ্যের তাপমাত্রা গত দু’দিনে কিছুটা কমলেও, বাতাসে আদ্রতার পরিমাণ রয়েছে একই। চলুন দেখে নেওয়া যাক, আজকের সারা দিনের আবহাওয়ার আপডেট।
আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভাসবে বৃষ্টিতে?
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, গোটা বাংলায় ইতিমধ্যেই প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, যার জেরে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান সহ আরও দু-তিনটি জেলায়। বাকি কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। একাধিক জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের কোন কোন জেলায় বর্ষার প্রকোপ বেশি দেখা যাবে?
উত্তরবঙ্গের সমস্ত জেলায় গতকালের মতো আজও একই ছবি দেখা যাবে। সারা রাজ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর সহ আরও দুটি জেলায় জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়া, সারা উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলতেই থাকবে। তবে, কয়েক জায়গায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
মৎস্যজীবীদের দেওয়া হয়েছে অতিরিক্ত সতর্কতা
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে সারা পশ্চিমবঙ্গবাসীকে সাবধানতা অবলম্বন করতে বলার পাশাপাশি মৎস্যজীবীদেরও অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। হাওয়া অফিসের রিপোর্টে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকার সতর্কতা জারি করে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুধু আজ কিংবা কাল নয় আগামী সপ্তাহেও দুই বঙ্গ ভাসবে বর্ষার বৃষ্টিতে। এই সপ্তাহের শেষে বৃষ্টির দাপট কিছুটা কমলেও, আগামী সপ্তাহের শুরুতেই রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। জানা গিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা কমবে, যার ফলে স্বস্তি পাবে পশ্চিমবঙ্গবাসী।