দক্ষিণবঙ্গে শুরু বর্ষার দাপট, অতি ভারী বৃষ্টি ৪ জেলায়! আজকের আবহাওয়া

Weather Today

দক্ষিণবঙ্গে শুরু বর্ষার দাপট, অতি ভারী বৃষ্টি ৪ জেলায়! আজকের আবহাওয়া

Krishanu Ghosh

Updated on:

কৃশানু ঘোষ, কলকাতাঃ উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গেও বর্ষা ঢোকার আনুষ্ঠানিক ঘোষণা করা হল আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। গত সপ্তাহের শেষের দিকেই হাওয়া অফিস জানিয়েছিল চলতি মাসের ১৬ অথবা ১৭ তারিখে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা। গতকাল সেই অনুমানের নিশ্চয়তা দিয়ে রিপোর্টে প্রকাশ করা হল মৌসম ভবন থেকে, পাশাপাশি জানিয়ে দেওয়া হল – গোটা পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু, যার ফলে সারা সপ্তাহ জুড়ে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে সারা রাজ্যে।

দক্ষিণবঙ্গে বর্ষার সাথে দোসর নিম্নচাপ?

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভাসবে ভারী থেকে অতিভারী বৃষ্টিতে। শুধু তাই নয়, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার মতো আরও ২-৩টি জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের আরও ৭টি জেলায়। হাওয়া অফিসের একটি রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার রাজ্যের উপকূলে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল, তা আরও সুনির্দিষ্ট ও শক্তিশালী হয়ে অগ্রসর হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে। ফলে, চলতি সপ্তাহে ব্যাপকভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

এবার কি বঙ্গে দেরীতে প্রবেশ বর্ষার?

অন্যান্য বছরের তুলনায় এই বছরেই একই সময় বর্ষার প্রবেশ ঘটেছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের একজন অধিকর্তা। তিনি জানান, অন্যান্য বছরেও সাধারণত ১০ থেকে ১৫ জুনের মধ্যেই বর্ষার প্রবেশ ঘটে দক্ষিণবঙ্গে। তবে বিভিন্ন কারণে কয়েক দিন এদিক-ওদিক হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এর পাশাপাশি, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণ মৎস্যজীবীদের সতর্ক করে, ওই অধিকর্তা জানিয়েছেন, কোনও রকম অঘটন এড়াতে গতকালের মতো আজও মৎসজীবিদের সমুদ্র উপকূলে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গে যেহেতু দিন কয়েক আগেই বর্ষা প্রবেশ করেছে, তাই প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে। আজও সারা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা যেমন দার্জিলিং, কালিম্পং ছাড়াও অন্যান্য জেলাতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বেশ কিছু জায়গায় দেখা যাবে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, শুধু আজ নয় আগামী কয়েকদিন এই একই ছবি দেখা যাবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়।

কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

যেহেতু গোটা পশ্চিমবঙ্গেই বর্ষা প্রবেশ করে গিয়েছে, সাথে দোসর হয়েছে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু। এই অবস্থায় গোটা রাজ্যে বজ্রপাত সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা জারি করা হয়েছে সারা সপ্তাহ জুড়ে। আবহাওয়া দফতরের তরফ থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমার ইঙ্গিত পাওয়া গেলেও, আদ্রতা বেশি থাকবে বলে জানা গিয়েছে। ফলে, রোদের তেজ সহ্য করতে না হলেও, ভ্যাপসা গরম থেকে মুক্তি পাওয়া যাবে না এখনই।

সঙ্গে থাকুন ➥