পার্থ সারথি মান্না, কলকাতাঃ ক্যালেন্ডারের পাতায় বর্ষা না এলেও বর্তমানে কিছুটা তেমনই আবহাওয়া চলছে পশ্চিমবঙ্গে। তার উপর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ও উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ বলয় তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। যার জেরে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাহলে কেমন থাকবে আজকের আবহাওয়া (Weather Today)? কোন কোন জেলায় বৃষ্টির চান্স বেশি? চলুন দেখে নেওয়া যাক কি বলছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হওয়ার সাথে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা সহ হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় ৩০ থেকে ৪০ কিমি পর্যন্ত বেগে হাওয়া চলবে। একইসাথে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুতের ঝলকানি দেখা যেতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরের কম বেশি সমস্ত জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় দু এক জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। একইসাথে ৪০ কিমি পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া
আগামীকালের আবহাওয়া
আগামীকাল আর্থার মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা একই রকম ঠকাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হাওড়া, হুগলি, কলকাতা থেকে শুরু করে উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় ৪০ কিমি পর্যন্ত বেগে হাওয়া চলবে সাথে বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা। যদিও উত্তরবঙ্গের দুর্যোগ নেই বলেই জানা যাচ্ছে। অর্থাৎ পাহাড়ে যারা ঘুরতে যাচ্ছেন তাদের চিন্তার কোনো কারণ থাকছে না।