জারি জোর সতর্কতা! ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের ৪ জেলা

Weather Today

জারি জোর সতর্কতা! ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের ৪ জেলা

Krishanu Ghosh

Published on:

কৃশানু ঘোষ, কলকাতাঃ বর্ষা প্রবেশ করলেও বিক্ষিপ্ত বৃষ্টিই সার বঙ্গের বিভিন্ন জেলায়। কাটেনি অস্বস্তিকর আবহাওয়াও। গতকাল বঙ্গের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছিল রোদের তেজ। বিকেলের দিকে কালো মেঘ দেখা দিলেও, বৃষ্টির দেখা মেলেনি। তবে, আজ কেমন থাকবে সারা রাজ্যের আবহাওয়া (Weather Today)? গতকালের মতোই অস্বস্তিতে কাটবে? নাকি দেখা যাবে স্বস্তির বৃষ্টি? চলুন জেনে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় হবে বৃষ্টিপাত?

আজ বুধবার সারা দক্ষিণবঙ্গে দেওয়া হয়েছে বৃষ্টির পূর্বাভাস। যার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া ছাড়াও বঙ্গের ৪ জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণের অন্যান্য জেলায় দেখা যাবে বিক্ষিপ্ত বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া। হলুদ সতর্কতা জারি করা হয়েছে সারা দক্ষিণবঙ্গে। পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল জুড়ে ঝোড়ো হাওয়ার ফলে আগামী দুদিনের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে সারা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, যার মধ্যে জলপাইগুড়ি সহ রয়েছে আরও দুই জায়গা। বিভিন্ন জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভূমিধ্বসের সতর্কতাও দেওয়া হয়েছে। ঝোড়া হাওয়ার সম্ভাবনা নেই কোন জেলাতে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যেতে পারে একাধিক জেলায়।

আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া

নিম্নচাপের শক্তি ক্ষয় হলেও, ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টিপাত দেখা যাবে দুই বঙ্গে। কোথাও বৃষ্টির মাত্রা বাড়তে পারে, কোথাও হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হতে পারে। ভুমিধ্বসের সম্ভাবনা জারি করা হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। তবে বৃষ্টির দেখা মিললেও, ভ্যাপসা গরম থেকে এখনই মুক্তি পাচ্ছে না রাজ্যবাসী, এমনটাই জানা গিয়েছে আবহাওয়া দফতরের রিপোর্টে।

সঙ্গে থাকুন ➥