west bengal 7 famous gods temple

Papiya Paul

পূর্ণ হয় মনোবাঞ্ছা, মেলে কঠিন রোগ থেকে মুক্তি, রইল বাংলার এমনই ৭টি জাগ্রত মন্দিরের হদিশ

নিউজশর্ট ডেস্কঃ মন্দির(Temple) এমন এক জায়গা যেখানে সবার স্থান আছে। সুখ হোক বা দুঃখ, কেউ পাশে থাক বা না থাকা নিজের আরাধ্য দেবতা সবসময় পাশে আছেন। আজকের প্রতিবেদনে পশ্চিমবঙ্গের এমন ৭টি বিখ্যাত মন্দিরের (West Bengal famous Temple) নাম তুলে ধরা হল, যেখানে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসেন পুজো দেওয়া জন্য।

   

বিড়লা মন্দির (Birla Temple) : বাংলার বহুল চর্চিত মন্দির গুলির মধ্যে একটি হল বিড়লা মন্দির। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার পুজো হয় এখানে। রোজ বিভিন্ন জায়গা থেকে ভক্তরা প্রভুর দর্শনের জন্য এখানে ছুটে আসেন।

কালীঘাট মন্দির (Kalighat Temple) : বাংলার অন্যতম জনপ্রিয় এবং জাগ্রত মন্দির বলে মানা হয় কালীঘাট মন্দিরকে। টলি তারকা থেকে সাধারণ মানুষ সকলেই ছুটে যান এখানে। ভারতের ৫১টি শক্ত পীঠ মন্দিরের মধ্যে অন্যতম হল কালীঘাট মন্দির।

দক্ষিণেশ্বর কালী মন্দির (Dakshineswar Kali Temple) : হুগলি নদীর তীরে অবস্থিত এই মন্দিরের জনপ্রিয়তাও কম নয়। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই মন্দিরে। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয়, এটি গোটা ভারতেই জনপ্রিয়।

কলকাতা জৈন মন্দির (Kolkata Jain Temple) : কলকাতার এই মন্দির পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় মন্দির। মন্দিরটি পারসনাথ জৈন মন্দির নামেও ভক্তদের মধ্যে বেশ জনপ্রিয়।

ইসকন মন্দির (Iskcon Temple) : পশ্চিমবঙ্গের মায়াপুরেও রয়েছে ইসকন মন্দিরের শাখা। দেশ বিদেশের বহু মানুষ ছুটে আসেন এখানে।

চাইনিজ কালী মন্দির (Chinese Kali Temple) : কলকাতায় অবস্থিত চাইনিজ কালী মন্দিরের জনপ্রিয়তাও কম নয়। ভক্তদের কথায়, এখানে গেলেই মন ভালো হয়ে যায়।

বেলুড় মঠ (Belur Math) : পশ্চিমবঙ্গের সেরা মন্দিরের তালিকায় নাম রয়েছে বেলুর মঠের। দক্ষিণশ্বরের কাছে অবস্থিত এই মন্দির থেকে একবার ঘুরে আসতেই পারেন।