পার্থ সারথি মান্না, কলকাতাঃ আজ রবিবার ছুটির দিনে অনেকেই হয়তো ঘুরতে যাওয়ার প্ল্যান বানিয়ে রেখেছেন আগে থেকেই। কিন্তু সেসব মাটি হয়ে যেতে পারে। কারণ আর কয়েক ঘন্টার মধ্যেই শুরু হবে ঝড়-বৃষ্টি। এমনটাই জানালো আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছ হাওয়া অফিস। কেমন থাকবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Update)? চলুন দেখে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া
মৌসম ভবন দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান থেকে শুরু করে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া মুর্শিদাবাদ জেলায় বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে শুধুই বৃষ্টি নয়, সাথে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও সতর্ক করা হয়েছে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সকালের দিকে বৃষ্টির খুব বেশি সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। তবে গোটা দিনটাই হালকা মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। বাতাসে আদ্রতার পরিমাণ ৯৩% অবধি পৌঁছাবে। যার জেরে প্যাচপ্যাচে ঘাম আর আদ্রতা জনিত অস্বস্থি হতে পারে।
উত্তরবঙ্গের আজকের আবহাওয়া
দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও বেশ কিছু জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানা যাচ্ছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর মধ্যে কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় কালবৈশাখীর কারণে হতে পারে বলে সতর্কতা জানানো হয়েছে।
আরও পড়ুনঃ বৈশাখেই বজ্রপাত! ফের রিচার্জের দাম বাড়ানোর পথে Jio-Airte-Vi
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ সোমবার নতুন সপ্তাহের প্রথম দিন। এদিনে ফের একবার কাজের উদ্দেশ্যে রওনা দিতে হবে। যদিও আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে সোমেও বজ্রবৃষ্টি সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের একাধিক জ্বালায়। এমনকি দক্ষিণের কিছু জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে।