কৃশানু ঘোষ, কলকাতাঃ কয়েকদিন আগেই রাজ্যের পড়ুয়াদের আশ্বস্ত করে বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, যথাসময়ে শুরু হবে রাজ্যের কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া (College Admission Notice)। এবার সেই মতোই, কবে থেকে স্নাতক স্তরে রাজ্যের বিভিন্ন কলেজে শুরু হবে ভর্তি প্রক্রিয়া, কবে থেকে খুলে যাবে আবেদন করার বিভিন্ন পোর্টাল, সেই সম্পর্কে বিস্তারিত আপডেট দেওয়া হল উচ্চশিক্ষা দফতরের তরফ থেকে।
কবে থেকে শুরু হবে ভর্তি প্রক্রিয়া?
রাজ্যের বিভিন্ন কলেজে কবে থেকে শুরু হবে ভর্তি প্রক্রিয়া, এই বিষয়ে উচ্চশিক্ষা দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ১৭ জুন থেকে কেন্দ্রীয়ভাবে অ্যাডমিশন পোর্টাল সূচনা করবেন শিক্ষামন্ত্রী। যেখানে ১৮ জুন, দুপুর ২টো থেকে ১ জুলাই পর্যন্ত নিবন্ধন ও আবেদনের প্রক্রিয়া করা যাবে।
ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ জুলাই মেধা তালিকা ও কলেজ ভিত্তিক বিভিন্ন কোর্সের তালিকা প্রকাশ করার পর, ৬ থেকে ১২ জুলাই যে আসনগুলি নিয়ে অ্যালার্ট করা হবে তার ওপর নির্ভর করে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। শিক্ষা দফতরের ওই বিজ্ঞপ্তি থেকে আরও জানা গিয়েছে যে, অনলাইনে ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য বাংলা সহায়তা কেন্দ্রগুলি থেকে সহযোগিতা পাওয়া যেতে পারে।
কবে থেকে শুরু হবে ক্লাস?
ক্লাস শুরু প্রসঙ্গে ওই বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হবে ১ আগস্ট থেকে। ২ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে মপ আপ কাউন্সিলিং। তবে উপরোক্ত এই বিভিন্ন প্রক্রিয়ার কোনটাই যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলবৎ হবে না বলে জানা গিয়েছে, শিক্ষা দফতরের ওই বিজ্ঞপ্তি থেকে।
এক্ষেত্রে উল্লেখ্য, গত বছর থেকে ‘সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল’ চালু করা হয়েছে, যার মাধ্যমে ১৭টি বিশ্ববিদ্যালয়, ৪৬০টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন দেশের যে কোন স্বীকৃত বোর্ড/ কাউন্সিল/ সমতুল্য প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হওয়া দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। শেষ আপডেট অনুযায়ী, একজন ছাত্র বা ছাত্রী সর্বোচ্চ ২৫টি কোর্সের জন্য আবেদন করতে পারবেন।