শ্রী ভট্টাচার্য, কলকাতা: প্রথমেই বলেছিল ৫০ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) দিয়ে দিতে হবে রাজ্যের সরকারি কর্মীদের। ভয় পেয়ে গিয়ে অনুরোধ করে রাজ্য। সেই মতো ৫০ শতাংশকে নামিয়ে আনা হয় অর্ধেকে। ছয় সপ্তাহের মধ্যে সকল কর্মচারীকে তাঁদের প্রাপ্য ডিএ দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বহু লড়াই শেষে অবশেষে সকাল হল রাজ্যের সরকারি কর্মচারীদের কপালে। অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের আপাতত ২৫ শতাংশ বকেয়া মহার্ঘভাতা দেওয়ার ঘোষণা করল বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। জানা গিয়েছে, বাকি বকেয়া ডিএ নিয়ে চূড়ান্ত শুনানি হবে আগস্ট মাসে।
এ বিষয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কী ভাবছে?
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এ প্রসঙ্গে সাফ জানিয়েছেন যে, কর্মচারীদের মামলার মধ্যে সুদের বিষয় যেমন গ্র্যাজুইটি বৃদ্ধির কথা এবং লিভ এনক্যাশমেন্টের কথা ছিল না। সুপ্রিম কোর্টে যেই বিষয়টি মান্যতা পেয়েছে, সেটা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বা স্যাট এর নির্দেশ বললেই চলে। অর্থাৎ বলতে গেলে স্যাট এর নির্দেশে সরকারি কর্মীদের DA এর উল্লেখ রয়েছে ঠিকই। কিন্তু সেখানে লিভ এনক্যাশমেন্ট এবং গ্র্যাজুইটি নিয়ে কোনও কথা বলা হয়নি। তাহলে কীভাবে পরবর্তী চিন্তাভাবনা করছে সংগঠন!
এদিন সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এ প্রসঙ্গে আরও জানিয়ে দেন যে, ‘যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বা স্যাট এর নির্দেশে লিভ এনক্যাশমেন্ট এবং গ্র্যাজুইটি নিয়ে যখন কোনো নির্দেশ দেওয়া নেই, তাই সেই কথা সুপ্রিম মামলায় বললে আজ আমাদের জয় হত না। পিটিশন করেও কোনও লাভ হত না। অর্থাৎ আরও দীর্ঘায়িত হয় বকেয়া মহার্ঘ ভাতা মামলায়। তবে আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছেছি।’ তিনি আশা করছেন যে আপাতত বকেয়া DA এর ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার কথা বলা হলেও আগামী আগস্টে শুনানির সময় সুপ্রিম কোর্ট বাকি ৭৫ শতাংশ মহার্ঘ ভাতাও বাড়িয়ে দেবে।
আরও পড়ুন: বন্ধ হচ্ছে দুয়ারে রেশন, বাড়তি খরচ কমাতে বড় পদক্ষেপ রাজ্যের
এতক্ষণে বুঝেই গিয়েছেন যে, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে রাজ্যের কর্মীদের ঝাঁপাই অবশেষে কিছুটা হলেও পরিণতি পেল। কর্মীদের একাধিক সংগঠন মামলা করলে, সেই মামলায় প্রথমে কলকাতা হাইকোর্ট জানায়, DA সরকারি কর্মীদের অধিকার। কেন্দ্রের দেওয়া হারে ডিএ দিতে হবে রাজ্যকেও। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। এত বছর ঝুলে ছিল সেই শুনানি। এবার ২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী রায়ে কিছুটা স্বস্তি ফিরল সরকারি কর্মীদের। বাকিটা জানা যাবে আগস্ট মাসে।