বন্ধ মেট্রো, সপ্তাহান্তেই ভোগান্তি যাত্রীদের! কবে আবার শুরু পরিষেবা?

Howrah Maidan-Esplanade

বন্ধ মেট্রো, সপ্তাহান্তেই ভোগান্তি যাত্রীদের! কবে আবার শুরু পরিষেবা?

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: সপ্তাহান্তে মেট্রো চড়ে কোথাও ঘুরে আসার পরিকল্পনা করেছিলেন? তাহলে সেই পরিকল্পনা বাদ দিন এবার। মেট্রো যাত্রীদের জন্য বড় ঘোষণা। রবিবার বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইন-২। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড (Howrah Madan-Esplanade) রুটে মেট্রো চলাচল পরিষেবা থমকে যাবে এদিন। বৃহস্পতিবার কলকাতা মেট্রো বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে এমনটাই। তাহলে পরিষেবা আবার চালু হবে কবে?

নতুন করে আবার পরিষেবা চালু হওয়া নিয়ে চিন্তা করতে যাবেন না। জানা গিয়েছে যে শুধুমাত্র রক্ষণাবেক্ষণের কাজের জন্যই রবিবার সারাদিন মেট্রো চলবে না। রবিবার কর্মব্যস্ত দিন নয় বলেই এই সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। এর পরিবর্তে সোমবার যেমন মেট্রো চলে চলতে থাকবে। তবে, রবিবার ছুটির দিন বলে যাঁরা মেট্রো ব্যবহার করবেন ভেবেছিলেন, তাঁরা কিছুটা হতাশ হতে পারেন। ফলে গ্রিন লাইনের যাত্রীদের রবিবার সড়ক বা অন্য পরিবহণ পরিষেবা ব্যবহার করা ছাড়া আর কোনও উপায় নেই।

আরও পড়ুন: ‘উঁচাই’ ছুঁতে গিয়ে প্রাণ হারালেন বাংলার এভারেস্ট জয়ী সুব্রত, কীভাবে এই মর্মান্তিক পরিণতি?

মেট্রো ধরে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা যাবেন কবে থেকে?

প্রসঙ্গত জানিয়ে রাখি, কয়েকদিন আগেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে শিয়ালদা স্টেশনের মধ্যে ট্রায়াল রান পরিচালনা করেছে কর্তৃপক্ষ। টানেলে ট্রেন চলাচল ও নিরাপত্তা পরিকাঠামো খতিয়ে দেখে গিয়েছেনকমিশনার অফ রেলওয়ে সেফটি সুমিত সিঙ্ঘল। ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে ছাড়পত্র। শুধু রেল বোর্ডের চূড়ান্ত অনুমতি পাওয়া বাকি। এরপর এই রুটে মেট্রো পরিষেবা চালুর পথে আর কোনও বাধা থাকবে না। চালু হবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা। খুব বেশি দিন বাকি নেই বলেই আশা করা যায়।

সঙ্গে থাকুন ➥