কৃশানু ঘোষ, কলকাতাঃ ট্রেন কিংবা মেট্রোর দেওয়াল রঙ করে কিংবা চুনকাম করে নিশ্চিন্তে থাকতে পারে না মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro Announcement), কারণ যে কোন সময় তার ওপর গুটখা, পানের পিক কিংবা থুতু ফেলার জন্য প্রস্তুত গুটখাখোররা। বার বার বিভিন্নভাবে নিষেধাজ্ঞা জারি করে, কিংবা মোটা জরিমানা লাগু করেও সচেতন করা যায়নি যাত্রীদের। আর এবার গুটখাখোরদের তাণ্ডব দেখা গেল কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রোতেও।
সম্প্রতি যাত্রীদের মুখে পুনরায় ক্ষোভ শোনা গেল এই বিষয় নিয়ে। বিভিন্ন মেট্রো স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গুটখার পিক। সাদা দেওয়াল হোক কিংবা সাদা মার্বেল সবই হয়ে উঠছে লালচে খয়েরি রঙা। একই চিত্র এসক্য়ালেটারের সাইড ওয়ালগুলিতেও। ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের একাধিক স্টেশনেও এই চিত্র দেখা যায়।
যাত্রীদের কী অভিযোগ?
যাত্রীদের একাংশের অভিযোগ, মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে এই গুটখাখোরদের রুখতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, না হলে আগামীদিনে আরও খারাপ হাল হবে নতুন নির্মাণ হওয়া মেট্রো স্টেশনগুলির। আগামীদিনে আরও নয়া মেট্রো স্টেশন পেতে চলেছে কলকাতা মেট্রো। কিন্তু, গুটখাখোরদের কীভাবে আটকানো যায় সেই নিয়ে এখনও ধন্দে মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো কর্তৃপক্ষের বার্তা
যাত্রীদের উদ্দেশ্যে কলকাতা মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির বদল ঘটানোর জন্য যাত্রীদের সচেতন করা হচ্ছে। স্টেশন নোংরা করার পিছনে দায়ী যাত্রীদেরই একাংশ। কলকাতার গর্ব হিসাবে কলকাতা মেট্রোকে সুন্দর রাখার জন্য আমরা যাত্রীদের সাহায্য চাইছি। আর যদি কেউ সুন্দর পরিবেশ নষ্ট করে তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।