পার্থ সারথি মান্না,কলকাতাঃ সাধারণ মানুষের প্রতিদিনের যাতায়াতের সঙ্গী যেমন লোকাল ট্রেন, তেমনি যারা প্রতিদিন কলকাতা শহরে যাতায়াত করেন তাদের জন্য কলকাতা মেট্রো (Kolkata Metro) একপ্রকার জ্যাম এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানোর লাইফলাইন। আপনিও কি মেট্রোর নিত্য যাত্রী? তাহলে আজেকের প্রতিবেদনটি অবশ্যই শেষ বিধি পড়ুন। কারণ সেটা না হলে মেট্রো কর্তৃপক্ষের নয়া নিয়ম না জানার ফলে জরিমানা গুনতে হতে পারে।
মেট্রো রেলে কড়াকড়ি
সাধারণ মানুষের যাত্রা আরামদায়ক ও নিরাপদ করার জন্য মেট্রোতে সফর করার বেশ কিছু নিয়ম রয়েছে। তবে সেগুলো খাতায় কলমেই রয়ে গিয়েছে, বাস্তবে একপ্রকার অগ্রাহ্য করে চলেন যাত্রীরা। তাই এবার কড়া ব্যবস্থা নিতে প্রস্তুত কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ভাবছেন কোন নিয়মের কথা বলছি?
মেট্রো স্টেশনগুলোতে প্লাটফর্মের ধারে থাকা হলুদ লাইন আশা করি সকলেই কম বেশি খেয়াল করেছেন। নিয়ম অনুযায়ী ট্রেন না আসা পর্যন্ত এই লাইনের ভেতরেই দাঁড়াতে হয় যাত্রীদের। কিন্তু সে নিয়মের কোনো তোয়াক্কা না করেই আগে ট্রেনে উঠবেন বলে অনেকেই সেই লাইন পেরিয়েই দাঁড়িয়ে থাকেন। আবার কেউ কেউ লাইন দিয়ে উঁকি মেরে দেখেন ট্রেন কতদূর। এর ফলে ট্রেন এলে হুড়োহুড়ির সময় দুর্ঘটনার চান্স বেড়ে যায়। অতীতে একাধিকবার ধাক্কাধাক্কির সময় পা ফস্কে লাইনে পড়ে যাওয়ার মত ঘটনা দেখা গিয়েছে।
এই ধরণের ভুল যাতে যাত্রীরা না করেন তার জন্য যেমন গার্ডরেল বসানো হয়েছে তেমনি মেইন সতর্কতামূলক প্রচারও করা হয়। কিন্তু কোনোটাই যেন কার্যকরী হচ্ছে না। স্টেশনে কর্মরত অবস্থায় থাকা আরপিএফরাও সাধারণ মানুষকে বুঝিয়ে। ব্যর্থ তাই এবার যাত্রীদের সুরক্ষার স্বার্থেই জারি হল নতুন নির্দেশিকা।
আরও পড়ুনঃ
এবার নিয়ম না মানলেই হবে জরিমানা
আজ অর্থাৎ সোমবার মেট্রোর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে, মেট্রো আসার আগে কোনো যাত্রী হলুদ লাইন পেরোতে পারবেন না। যদি কেউ সেটা করেন তাহলে তাকে ২৫০ টাকা জরিমানা করা হবে। স্টেশনে থাকা ক্যামেরার লাইভ ফুটেজ দেখেই জরিমানা করা হবে। তবে আজ থেকেই এই নিয়ম চালু হয়নি। আগামী ১লা জুন থেকে কার্যকর হবে এই নয়া নিয়ম। তাই আপনিও যদি মেট্রো যাত্রী হন এবার থেকে অবশ্যই হলুদ লাইন মাথায় রাখুন।