পুজোর আগে জুড়ে যাবে এই দুই লাইন? বড়সড় আপডেট কলকাতা মেট্রোর তরফে

Kolkata Metro Update

পুজোর আগে জুড়ে যাবে এই দুই লাইন? বড়সড় আপডেট কলকাতা মেট্রোর তরফে

Krishanu Ghosh

Updated on:

কৃশানু ঘোষ, কলকাতাঃ কলকাতাকে একসাথে জুড়ে দেওয়ার জন্য প্রচেষ্টায় রত কলকাতা মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro Update)। সেই অনুযায়ী কাজও চলছে জোর কদমে। সম্প্রতি, পুজোর আগেই মেট্রো সম্পর্কে পাওয়া গেল বড়সড়  আপডেট, জানা গেল দুটি মেট্রো রুটকে একসাথে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক কোন দুটি রুট মিশে যাচ্ছে।

জুড়ে যাচ্ছে কলকাতা মেট্রোর এই দুটি লাইন

বিভিন্ন সূত্র মারফত সম্প্রতি জানা গিয়েছে, এয়ারপোর্ট স্টেশনের আগেই মিশে যাবে কলকাতা মেট্রোর ইয়েলো লাইন, অর্থাৎ নোয়াপাড়া থেকে বারাসত রুটের সাথে অরেঞ্জ লাইন, অর্থাৎ নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত রুট। আর এই দুটি লাইনের ইন্টারচেঞ্জিং পয়েন্ট হবে এয়ারপোর্ট বা বিমানবন্দর স্টেশন।

ওই সূত্রগুলি আরও জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে আগে ইয়েলো লাইনের পরিষেবা চালু করা হবে। তবে, চলতি বছরের এপ্রিল মাসে কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) যে পরিদর্শন হওয়ার কথা ছিল, তা এখনও সম্পন্ন না হওয়ায় কবে থেকে এয়ারপোর্ট স্টেশন থেকে এই দুটি লাইনের পরিষেবা চালু হবে তা স্পষ্ট নয়।

অন্যদিকে, অরেঞ্জ লাইনেও বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেছে সূত্র। তাই ওই লাইন থেকেও বিমানবন্দর পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা কবে চালু হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে, অন্য একটি সূত্রের দাবি, আপাতত রুবি থেকে অরেঞ্জ লাইনের মেট্রোকে প্রাথমিকভাবে বেলেঘাটা পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া হতে পারে।

এক্ষেত্রে উল্লেখ্য, এয়ারপোর্ট স্টেশনের মতো এসপ্ল্যানেডে মেট্রো স্টেশনেও ইন্টারচেঞ্জ পয়েন্ট রয়েছে  কলকাতা মেট্রোর, যার মধ্যে দুটি ইতিমধ্যেই রয়েছে, এবং একটি খুব শীঘ্রই গড়ে উঠবে। তবে, ওই দুটি লাইনের পরিষেবাই শুরু হয়ে গেলে কলকাতা ও পার্শ্বর্বর্তী শহরতলির মানুষজন যে ভীষণভাবে উপকৃত হবেন তা আর বলার অপেক্ষা রাখে না।

সঙ্গে থাকুন ➥