দাগ পেরিয়ে কতজন দিলেন জরিমানা? মেট্রোর বক্তব্যে বাড়ল উদ্বেগ

Metro Fine Rules

দাগ পেরিয়ে কতজন দিলেন জরিমানা? মেট্রোর বক্তব্যে বাড়ল উদ্বেগ

Krishanu Ghosh

Updated on:

কৃশানু ঘোষ, কলকাতাঃ কলকাতা শহরে অত্যন্ত কম খরচে, দ্রুত পরিবহন মাধ্যম হিসাবে মেট্রোর জনপ্রিয়তা চোখে পড়ার মতো। কলকাতা মেট্রোয় সম্প্রতি ভিড় বেড়েছে অনেকটাই, যার ফলে দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে। কিছু কিছু মেট্রো স্টেশনে স্বয়ংক্রিয় দরজা বসানো হলেও, কলকাতা মেট্রোর বেশিরভাগ লাইনই উন্মুক্ত, যার ফলে দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোন সময়েই।

কী পদক্ষেপ নেওয়া হল মেট্রো কর্তৃপক্ষের তরফে?

দুর্ঘটনা এড়াতে, কলকাতা মেট্রো স্টেশনগুলিতে হলুদ রেখা দেওয়া হয়েছে। নিরাপত্তার উদ্দেশ্যে যাত্রীদের ওই হলুদ রেখা না পেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। সেই নির্দেশিকাকে না মানলে ১ জুন থেকে ২৫০ টাকা করে জরিমানার নিয়ম চালু করেছে কলকাতা মেট্রো।

নেই কোন হিসেব!

আজ একটি সূত্র মারফত জানা গিয়েছে, নয়া ওই নিয়ম চালু হয়ে ১৫ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত কতজন ওই হলুদ রেখা লঙ্ঘন করে জরিমানার সম্মুখীন হয়েছেন, তার হিসাব নেই মেট্রো কর্তৃপক্ষের কাছে। তবে, ব্যস্ত সময়ে মেট্রোয় ওঠার জন্য হলুদ রেখা পেরিয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীদের সংখ্যায় ভাঁটা পড়েনি একটুও।

কলকাতা মেট্রোর একজন জনসংযোগ আধিকারিক এই বিষয়ে একটি বাংলা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘হলুদ লাইন পেরোলেই যাত্রীদের জন্য ২৫০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কতজন যাত্রীকে জরিমানা করা হয়েছে, বা কত টাকা আদায় হয়েছে, সে নিয়ে কোন হিসেব নেই আমাদের কাছে।’

মেট্রো আধিকারিকের এই মন্তব্য নতুন করে উস্কে দিয়েছে নিরাপত্তাজনিত প্রশ্ন। এছাড়াও, নিত্যযাত্রীদের অনেকেই জানিয়েছেন, অধিকাংশ স্টেশনেই আরপিএফ কর্মীরা থাকে না। থাকলেও তাদের কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন।

সঙ্গে থাকুন ➥