বিপুল ঋণ, নাকি রাজ্যের কোষাগার! DA মেটাতে কী করবে রাজ্য সরকার?

New DA Update

বিপুল ঋণ, নাকি রাজ্যের কোষাগার! DA মেটাতে কী করবে রাজ্য সরকার?

Krishanu Ghosh

Updated on:

কৃশানু ঘোষ, কলকাতাঃ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের দীর্ঘ দিন ধরেই আটকে রয়েছে ডিএ (New DA Update), যা নিয়ে সরকারের বিরুদ্ধে মাঝে মাঝেই সরব হচ্ছেন সরকারি কর্মচারীরা। দীর্ঘ সময় ধরে আটকে থাকা এই ডিএ নিয়ে মামলাও হয়েছে, যার পর রাজ্যের সরকারি কর্মীদের চলতি বছরের জুন মাসের মধ্যে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট।

এরপর সরকারি কর্মীদের ডিএ দেওয়ার দিন যখন ধীর পায়ে ফুরিয়ে আসছে, ঠিক তখনই পুনরায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার খবর পাওয়া যায় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। কারণ? কারণ সরকারি কর্মীদের আটকে থাকা মহার্ঘ ভাতার টাকা কীভাবে প্রদান করা হবে সেই নিয়েই নাকি রাজ্য সরকারের কাছে স্পষ্ট ও সবিস্তার কোনো ব্যাখ্যা নেই।

DA নিয়ে নতুন আপডেট!

তবে এবার ডিএ সম্পর্কিত একটি নতুন তথ্য পাওয়া গেল বিভিন্ন সূত্র মারফত। জানা গিয়েছে, রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ ডিএ মেটানোর জন্য বাজার থেকে বিপুল পরিমাণে ঋণ নেওয়ার তোড়জোড় শুরু করেছে রাজ্যের অর্থ দফতর। তবে, কত টাকা ঋণ নেওয়া হবে, রাজ্যের কোষাগার থেকে কত খরচ করা হবে, এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

কত টাকা খরচা হবে রাজ্য সরকারের?

রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, সমস্ত সরকারি কর্মীদের ২৫ শতাংশ ডিএ মেটানোর জন্য এক ধাক্কায় ১০ হাজার কোটি টাকা খরচ হবে। আর সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সেই পরিমাণ মেটাতে হবে ৩০ জুনের মধ্যে। তবে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত ঋণ নেওয়ার বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি।

এক্ষেত্রে উল্লেখ্য, সুপ্রিম কোর্টের ধার্য করা দিন অনুযায়ী, আগামী ৩০ জুনের মধ্যে রাজ্য সরকারকে, পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মীর বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। ৩০ জুন শেষ হতে আর ১৩ দিন বাকি। অন্যান্য সমস্ত গুরুত্বহীন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা মুখ খুললেও, এই ব্যাপারে এখনও কোনো মতামত দেয়নি সরকার।

সঙ্গে থাকুন ➥