নতুন আবাসনে বাধ্যতামূলক ‘ভিসিটর্স পার্কিং’! নয়া বিধি চালুর পথে কলকাতা পুরসভা

Kolkata Municipal Corporation on Visitors Parking inside Residencial Complex

নতুন আবাসনে বাধ্যতামূলক ‘ভিসিটর্স পার্কিং’! নয়া বিধি চালুর পথে কলকাতা পুরসভা

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সময়ের সাথে কলকাতা শহরে গাড়ির সংখ্যা বেড়েছে অনেকটাই। কিন্তু সেই তুলনায় পার্কিংয়ের জায়গা বাড়েনি। এর ফলে রাস্তাঘাটে প্রায় সর্বত্রই দুই ধারে চার চাকা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখতে পাওয়া যায়। তবে এবার পরিস্থিতি সামাল দিতে ও আগামী দিনে যাতে এই সমস্যা আরও না বাড়ে তার জন্য বড় সিদ্ধান্ত নেওয়ার পথে কলকাতা পৌরসভা।

পার্কিং স্পেস নিয়ে বিধি আনতে চলেছে কলকাতা পুরসভা

কলকাতায় যে সমস্ত আবাসন নতুন তৈরি হবে তাতে আবাসনের লোকেদের জন্য তো পার্কিংয়ের ব্যবস্থা থাকবেই। সাথে অতিথিদের গাড়ি পার্কিংয়ের জন্যও ব্যবস্থা রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। সূত্রমতে, ৫,০০০ বর্গমিটার বা তার চেয়ে বেশি জায়গায় যদি আবাসন তৈরি হয় তাহলেই এই নিয়ম লাগু হবে আর ‘ভিসিটর্স পার্কিং’ বানাতে হবে। ইতিমধ্যেই এই মর্মে প্রস্তাব পাঠানো হয়েছে পুর ও নগরোন্নয়ন দফতরের কাছে।

আসলে কলকাতার বেশিরভাগ আবাসনের ক্ষেত্রেই গেটে বোর্ড ঝোলানো থাকে ভিসিটরদের পার্কিংয়ের ব্যবস্থা নেই বা রেসিডেন্ট ওনলি। এক্ষেত্রে যারা অতিথি হিসাবে আবাসনে যাচ্ছেন তাদের গাড়ি রাখা নিয়ে সমস্যা তৈরি হয়। এমনকি অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে পুরোনো আবাসনগুলিতে পার্কিয়ের কোনো ব্যবস্থানই নেই। এই সমস্যা যাতে ভবিষ্যতে না থাকে তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বাধ্যতামূলক হচ্ছে ‘ভিসিটর্স পার্কিং’

বর্তমানে কলকাতায় যে সমস্ত আবাসন তৈরি হচ্ছে তা ‘বিল্ডিং রুল ২০০৯’ মেনে চলে। এবার সেই নিয়মে নতুন করে সংশোধন করা হবে। ইতিমধ্যেই সেই খসড়া বানানো হয়েছে, যেখানে ১৫,০০০ বড়মিটারের বেশি জায়গায় আবাসন তৈরি হলে বা ১০০ ফ্ল্যাটের আবাসন থাকলে সেটাকে বড় আবাসন হিসাবে ধরা হবে। আর নিয়ম অনুযায়ী অতিথি ভিসিটর্স পার্কিং থেকে শুরু করে ১০০ বর্গমিটারে কমন স্পেস রাখতে হবে বলে জানা হচ্ছে।

আরও পড়ুনঃ সন্ত্রাসের বিরুদ্ধে একাই লড়েন আদিল, রাইফেল ছিনিয়ে নিতে গিয়ে ঝাঁঝরা হন তিনিও! এক কাশ্মীরির আত্মত্যাগের গল্প

নয়া বিধি চালুর আগে সেটা বাস্তবায়নের জন্য সিভিল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার থেকে শুরু করে নির্মাণ সংস্থার প্রতিনিধির সাথে আলোচনা চলছে।

প্রসঙ্গত, এপর্যন্ত  কলকাতা পুরসভা অঞ্চলে বড় আবাসন বলতে ঠিক কি বোঝাই তার আলাদা করে কোনো সংজ্ঞা ছিল না। তাই এবার নয়া বিধি প্রণয়ন হলে সেটা পরিষ্কার হয়ে যাবে। এছাড়া আবাসনে তৈরির ক্ষেত্রে স্বল্পমূল্যে যাতে ঘর পাওয়া যায় তার জন্যও কিছু সংশোধন করা হবে। আশা করা হচ্ছে নতুন বিধি চালু হলে আবাসনগুলি আরও ভালোভাবে তৈরি হবে ফলে পার্কিয়ের সমস্যা মিটবে।

সঙ্গে থাকুন ➥