শ্রীজিতা ঘোষ, কলকাতা: খাদ্য দফতরের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, অন্ত্যোদয় অন্ন যোজনার (AAY Card) আওতায় এক সদস্য থাকা প্রায় তিন লক্ষের বেশি রেশন কার্ড গ্রাহকের কার্ড বাতিলের পথে রয়েছে। অনাকাঙ্ক্ষিত কার্ড বাতিল করে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
রাজ্য সরকারের নতুন পরিকল্পনা
রাজ্য সরকার নতুন এক পরিকল্পনা নিয়েছে—যেসব পরিবারে দশ জনের বেশি সদস্য রয়েছেন, তাদের রেশনে অতিরিক্ত খাদ্যশস্য দেওয়া হবে। এই উদ্যোগ মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া বড় পরিবারগুলোর জন্য নেওয়া হয়েছে।
অন্ত্যোদয় অন্ন যোজনার আওতায় পরিবার প্রতি মাসে বিনামূল্যে ৩৫ কেজি চাল ও গম দেওয়া হয়। পাশাপাশি প্রায়োরিটি ও স্পেশাল প্রায়োরিটি শ্রেণির গ্রাহকদের প্রতি মাসে মাথাপিছু ৫ কেজি খাদ্যশস্য সরবরাহ করা হয়।
রাজ্যের খাদ্য দফতর (West Bengal ration update) ইতিমধ্যে ১০ জনের বেশি সদস্যের পরিবারগুলোর জন্য দুটি প্রস্তাব কার্যকর করেছে। একটি হল বড় পরিবারকে দুই ভাগে ভাগ করা অথবা পরিবারের কিছু সদস্যকে অন্য রেশন প্রকল্পের আওতায় আনা। তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
সাম্প্রতিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রকৃত গ্রাহকের ই-কেওয়াইসি (e-KYC) না থাকলেও কার্ড নিষ্ক্রিয় করা যাবে না এবং তাদের রেশন সরবরাহ বন্ধ করা যাবে না। প্রয়োজনে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে যেন কেউ খাদ্য সহায়তা থেকে বঞ্চিত না হন। খাদ্য দফতর ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে।
অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের (All India Fair Price Shop Dealers’ Federation) সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু (Biswambhar Basu) এই উদ্যোগকে প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, অনেক বৃদ্ধ ও অসুস্থ গ্রাহক এখনও ই-কেওয়াইসি করতে পারেননি; তাদের খাদ্যসামগ্রী থেকে বঞ্চিত করা উচিত নয়।