অরিজিৎ সিং,গান,কনসার্ট,বলিউড,বিনোদন,গসিপ,Bollywood,Entertainment,Gossip,Concert,Music,Arijit Singh

Moumita

১৬ লাখের টিকিট শুনে শুরু হয়েছে ট্রোলিং, এত টাকা কী কাজে লাগান অরিজিৎ, জানলে কুর্ণিশ জানাবেন আপনিও

অরিজিৎ সিং মানেই সুরের জাদু। অরিজিৎ মানেই মন মাতাল করা গান। জাদুকরী সুরের মাধ্যমে প্রতিটা শ্রোতাকেই যেন মন্ত্রমুগ্ধ করে দেন তিনি। তবে সম্প্রতিকালে অরিজিৎ সিং নামটা এক বিশেষ কারণে চর্চায় উঠে এসেছে। তার আসন্ন কনসার্টের টিকিটের দামই হচ্ছে এই চর্চার কারণ।

   

অরিজিৎ-র মত একজন কিংবদন্তি শিল্পীর শো দেখতে যে হাজার হাজার টাকা খরচ করতে হবে তা তো জানা কথা। কিন্তু সেই হাজার যে এখন লাখে পৌঁছে যাবে তা কে জানতো! হ্যাঁ, অরিজিৎ-র আসন্ন শো-র সর্বোচ্চ টিকিট ১৬ লাখ পেরিয়ে গেছে। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা তুঙ্গে।

পাশাপাশি নতুন বছরের শুরুতে কলকাতায় যে শো হচ্ছে সেখানকার টিকিটের দামও প্রায় কয়েক লাখ টাকা। আর টিকিটের এই আকাশছোঁয়া দাম শুনে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। নেটবাসীদের একাংশ তো রীতিমতো ট্রোল করতেও নেমে পড়েছে।

এমতাবস্থায় অনেকেই প্রশ্ন তুলেছেন যে এই বিপুল অর্থ নিয়ে কী করবেন গায়ক? এই বিষয়ে অরিজিৎ একবার এক পোস্টে জানিয়েছিলেন, ‘আমাদের লক্ষ্য হল দরিদ্র, বঞ্চিত শিশু, তরুণ থেকে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের সাহায্য করা। তাদের শিক্ষা, স্বাস্থ্য থেকে খেলাধুলার সুযোগ সুবিধার গুরুত্ব সম্পর্কে বোঝানো’।

হ্যাঁ, এক বেসরকারি সমাজসেবী সংস্থার সাথে হাত মিলিয়ে সেই কাজটাই করেন তিনি। যে কোন কনসার্ট থেকে যে টাকা রোজগার হয় তার পুরোটাই ভাগ হয় অরিজিৎ-য়ের টিমের মধ্যে। আর তিনি নিজে যে পারিশ্রমিক নেন তার একটা বড় অংশ যায় সমাজসেবার কাজে।

প্রসঙ্গত, আগামী ৩ রা ও ১৭ ই ডিসেম্বর দিল্লি ও হায়দ্রাবাদে শো করবেন অরিজিৎ সিং। আর সেখানকার টিকিটেরই সর্বোচ্চ দাম ১৬ লক্ষ টাকা। আর আগামী ফেব্রুয়ারিতে আসছেন কলকাতায়। কালকাতার নিউ টাউনের ইকো পার্কে হবে এই অনুষ্ঠান। সূত্রের খবর, সেখানকার টিকিটের সর্বোচ্চ মূল্য পৌঁছেছে ৭৫ হাজারে।