Bengali Serial

Bengali Serial: অন্তরঙ্গ দৃশ্যের জন্য বাড়ে TRP! জানেন কিভাবে শ্যুটিং হয় অন্তরঙ্গ দৃশ্যের?

নিউজশর্ট ডেস্কঃ বাংলা সিরিয়ালে(Bengali Serial) এখন যেহেতু টিআরপি শেষ কথা, তাই টিআরপি যাতে ভালো থাকে তার জন্য নতুন নতুন পন্থা অবলম্বন করা হয়। ঠিক যেমন এখন বেশিরভাগ ধারাবাহিকেই অন্তরঙ্গ দৃশ্য দেখানো হয়। আর এইসব অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বিভিন্ন দর্শকদের বিভিন্ন মন্তব্য থাকে।

অনেকেই সমর্থন করেন ঠিকই কিন্তু বহু মানুষ এই সমস্ত দৃশ্যের তীব্র সমালোচনা করেন। অনেকেই মনে করেন বর্তমান সময়ে বাংলা সিরিয়ালে এমন সব ঘনিষ্ট দৃশ্য দেখানো হয়, যেগুলো বাড়ির অভিভাবকদের সামনে কিংবা শিশুদের সামনে দেখা যায় না। আর এই অন্তরঙ্গে দৃশ্যের শুটিং কিভাবে করা হয় সেই প্রশ্ন সকল দর্শকের মনেই থাকে।

সম্প্রতি এই প্রসঙ্গে ‘তোমাদের রানী’ ধারাবাহিকের দুর্জয় এবং রানীকে প্রশ্ন করা হয়েছিল। এই ধারাবাহিকে তারকা জুটির জনপ্রিয়তা প্রচুর। এখানে রানীর চরিত্রে অভিনয় করছে নবাবতা অভিনেত্রী অভিকা মালাকার এবং দুর্জয় চরিত্রে অভিনয় করছেন অর্কপ্রভ রায়।

আরও পড়ুন: SIP: বেশি লোভ করলেই মুশকিল, SIP-তে বিনিয়োগ করার আগে মাথায় রাখুন এই ৪ টি জিনিস, নাহলে নষ্ট হবে টাকা

অভিকাকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে প্রথমে অভিনয় করতে যখন এসেছিলেন একটু চাপের মনে হয়েছিল এই বিষয়টা। কিন্তু এখন অনেকটা ধাতস্থ হয়ে গিয়েছেন। সেটে সবাই বলে দেন কি করতে হবে। আর এই প্রসঙ্গে দুর্জয়ের মন্তব্য এটি একেবারেই চাপের বিষয় নয়। আপাতভাবে দেখে যেমন মনে হয় তেমন কিছু নয়। সমস্ত জড়তা কাটিয়ে শ্যুটিং করা হয়।

Avatar

Papiya Paul

X