কবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক ২০২৫ এর ফলাফল? জানালেন WBCHSE সভাপতি

When will HS 2025 Results be published

কবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক ২০২৫ এর ফলাফল? জানালেন WBCHSE সভাপতি

Partha Sarathi Manna

Updated on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ছাত্রছাত্রীদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা হল উচ্চ মাধ্যমিক। ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে চলছে পরীক্ষা, যেখানে লক্ষ লক্ষ পরীক্ষার্থীরা জিনদের ভাগ্য পরিবর্তনের প্রথম ধাপে পা রেখেছে। কারণ উচ্চমাধ্যমিকের পরেই নিজেদের কেরিয়ার বেছে নিয়ে পরবর্তী ধাপের পড়াশোনার জন্য এগোবে সকলে। এবছর ১৮ মার্চ শেষ হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। কবে আসবে এবছরের রেজাল্ট (HS Result)? জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি।

কবে বেরোবে উচ্চ মাধ্যমিক ২০২৫ পরীক্ষার রেজাল্ট?

উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতেই বিভিন্ন জেলায় স্কুল পরিদর্শনে বেরিয়েছিলেন খোদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সম্প্রতি বীরভূম সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানেই পরীক্ষা শেষে রেজাল্ট কবে বেরোবে সেই নিয়ে প্রশ্ন করা হয়। তখন তিনি জানান, প্রতিবারের মত মাধ্যমিক পরীক্ষার ৭ দিনের মধ্যেই উচ্চমাধ্যমিক রেজাল্ট প্রকাশ করা হবে। এক্ষেত্রে বলে রাখা ভালো মে মাসের শুরুর দিকেই হয়তো মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ্যে আসবে।

এবছর পশ্চিমবঙ্গে মোট ৫ লক্ষ ৯ হাজার ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে। যদিও চিন্তার বিষয় হল প্রতিবছর ধীরে ধীরে কমছে মোট পরীক্ষার্থীর সংখ্যা। উদাহরণ স্বরূপ গতবছরই পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ। অথচ এক বছরেই সেই সংখ্যা ৩৬.৩৭% কমে গিয়েছে।

চিন্তা বাড়াচ্ছে কমতে থাকা পরীক্ষার্থীর সংখ্যা

এবছর মত পরীক্ষার্থীর মধ্যে ছাত্রদের তুলনায় ৪৭,৫৭১ জন বেশি ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। তবে প্রতিবছরই পরীক্ষার্থীর সংখ্যা কমছে। অনেক ক্ষেত্রেই দেখে যাচ্ছে রেজিস্ট্রেশন হয়তো করছে কিন্তু শেষমেশ পরীক্ষায় বসছে না। অর্থাৎ স্কুলছুটির সংখ্যা বাড়ছে। কেন এমনটা হচ্ছে সেটার পিছনে কোনো স্পষ্ট কারণ খুঁজে  পাওয়া যায়নি বলেই জানাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুনঃ বেঁধে দেওয়া হল টাকা তোলার লিমিট! বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের

প্রসঙ্গত, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন নকল যাতে করা যা যায় তার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল তো বটেই কোনোরকম ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে  প্রবেশ একেবারে নিষিদ্ধ। এমনকি মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং হওয়ার পরেই প্রবেশ করতে পারবে পরীক্ষার্থীরা।

সঙ্গে থাকুন ➥