নিউজশর্ট ডেস্কঃ রাজ্যের পড়ুয়াদের জন্য একাধিক প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। এরই মধ্যে জনপ্রিয় একটি হল তরুণের স্বপ্ন প্রকল্প। যেখানে মোবাইল বা ট্যাব কেনার জন্য ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ১০,০০০ টাকা দেওয়া হয়ে থাকে। ২০২১ সালে প্রথম এই স্কিম চালু হয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। সম্প্রতি ২০২৪-২৫ সালের কবে টাকা দেওয়া হবে তার সম্পর্কে আপডেট মিলেছে। সেই সম্পর্কেই বিস্তারিত জানানো হল আজকের প্রতিবেদনে।
তরুণের স্বপ্ন প্রকল্পের পোর্টালে গন্ডগোল!
প্রযুক্তির উন্নতির সাথে সাইবার ক্রাইম বেড়েই চলেছে। আর এবার জানা যাচ্ছে সাইবার প্রতারণার জেরে একাধিক স্কুলের দেওয়া স্টুডেন্টদের ব্যাঙ্কের ডিটেলস নিজে থেকেই বদলে যাচ্ছে। অর্থাৎ কোনো এক ছাত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্টার তথ্য আপলোড করার পর সেটা আপনাপনি বদলে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার হয়ে যাচ্ছে। এরফলে পোর্টালে তথ্য আপডেটের কাজ এখনও বাকি রয়ে গিয়েছে।
তথ্য বদলে যাওয়ার কারণে গত বছরেও নাকি অনেকেই টাকা পায়নি। যার ফলে পড়ুয়াদের অভিভাবকেরা ক্ষুদ্ধ হয়ে স্কুলগুলিতে অভিযোগ করেছেন। কিন্তু এক্ষেত্রে স্কুলের কিছুই করার নেই বলে জানা যাচ্ছে। সেই কারণে শিক্ষা দফতরেকে এই সাইবার প্রতারণার ব্যাপারে নজর দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে একাধিক স্কুলের তরফ থেকেই।
কবে ঢুকবে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা? জানাল শিক্ষা দফতর
এবছর ১৫ই জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের ডিটেলস পোর্টালে আপডেট করে দেওয়া কথা ছিল। পরবর্তীকালে সেটা বাড়িয়ে ২৫শে জুলাই করে দেওয়া হয়। কিন্তু এখনও অনেক ভুলত্রুটি রয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। একাদশ শ্রেণীর প্রায় ৫১ হাজার ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট নাম্বার ভুল। শুধু তাই নয়, ৭০০০ এরও বেশি ক্ষেত্রে IFSC কোডের ভুল রয়েছে।
এছাড়া দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রেও একই সমস্যা দেখা গিয়েছি। যেখানে প্রায় ১৯ হাজারেরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ভুল ও ৪ হাজারের বেশি জনের IFSC Code এ ভুল ধরা পড়েছে। যতদ্রুত সম্ভব এই ভুল শুধরে নিয়ে তারপরেই টাকা পাঠানোর পক্রিয়া শুরু হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ শিক্ষকের অভাবে বন্ধ হতে পারে স্কুল! শিক্ষাব্যবস্থা নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
টাকা ঢোকার সম্ভাব্য তারিখ
অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে তারণের স্বপ্ন স্কিমের টাকা অ্যাকাউন্টে পাওয়ার জন্য। কিন্তু এমাসে অর্থাৎ আগস্টে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর বা অক্টোবর নাগাদ টাকা পালটানো হবে বলে মনে করা হচ্ছে। টাকা দেওয়া শুরু হলে সেটা জানানো হবে। তখন যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে নিজেদের স্কুলের সাথে যোগাযোগ করতে হবে।