Where Is Hemamt Birje From Adventures Of Tarzan: আপনি যদি সিনেমাপ্রেমী হন তাহলে ‘অ্যাডভেঞ্চার্স অফ টারজান’ (Adventures of Tarzan) ছবির কথা জানা আছে নিশ্চয়ই। হলিউডে তো বটেই পাশাপাশি কার্টুন ছবিও তৈরি হয়েছে এই ছবির গল্পকে আধার করে। বলিউডে এই বিষয়ে প্রথম ছবি হল ‘অ্যাডভেঞ্চার্স অফ টারজান’। ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন হেমন্ত বিরজে (Hemant Birje)।
ছবিতে টারজানের চরিত্রে অভিনয় করেছিলেন হেমন্ত। তিনি একপ্রকার ‘ওয়ান টাইম ওয়ান্ডার’ অভিনেতা। কারণ কিছু অভিনেতা এমন থাকে যারা প্রথমটা জ্বলে উঠলেও পরে নিভে যায়। অর্থাৎ জাঁকজমকপূর্ণভাবে কেরিয়ার শুরু করলেও থমকে যায় তাদের কেরিয়ার। একটা সময় তো ইন্ডাস্ট্রি থেকেই হারিয়ে যান তারা।
এরকমই একজন অভিনেতা হলেন হেমন্ত বিরজ। কেরিয়ারের প্রথম ছবি ‘অ্যাডভেঞ্চার্স অফ টারজান’ ব্যাপক জনপ্রিয়তা পেলেও পরবর্তী সময়ে হারিয়ে যান তিনি। প্রথম ছবির হাত ধরেই দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। তবে এটাই ছিল তার প্রথম কাজ এবং শেষ কাজ। এরপর থেকে আর কোন ছবিতেই দেখা যায়নি তাকে। এখন কোথায় আছেন জানেন?
অনেকেই হয়ত জানেননা যে, টারজান ছবিতে সুযোগ পাওয়ার আগে পেট চালাতে নিরাপত্তারক্ষীর কাজ করতেন হেমন্ত। এরপর তিনি নজরে আসেন জনপ্রিয় পরিচালক বব্বর সুভাষের। পরিচালক ততদিনে অ্যাডভেঞ্চার্স অফ টারজান ছবির নায়কের খোঁজ করছিলেন। সেই চরিত্রের জন্য হেমন্তকে পছন্দ করেন তিনি।
এই আইকনিক চরিত্রটির জন্য হেমন্তকে ফাইনাল করেন তিনি। শুটিং শুরু হওয়ার আগেই রীতিমত ট্রেইনড করা হয় তাকে। দীর্ঘ কয়েক মাস ধরে ট্রেনিং নিতে হয়েছিল তাকে। এবং তার ফলাফলও পেয়েছিলেন ভালোই। রীতিমত দক্ষতার সঙ্গে চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন হেমন্ত। তবে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা ধরে রাখতে পারেননি।
এরপর মিঠুন চক্রবর্তী, সলমন খানের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন হেমন্ত। তবে সব ছবিই তার ফ্লপ হয়। এরপর তো একটা সময় পুরোপুরি হারিয়েই গেলেন ইন্ডাস্ট্রি থেকে। এখন তার অবস্থা এতটাই খারাপ যে মাথার উপর থেকে ছাদটাও নাকি চলে গিয়েছে। যদিও বিষয়টা নিয়ে কোন মন্তব্য করেননি হেমন্ত।